Skip to main content

Posts

Showing posts from August, 2020

বিশ্বাস অফুরন্ত

  বিশ্বাস অফুরন্ত ইচ্ছেডানায় ভর করে অপার্থিবের মুলুকে হানা দিতেই সামনে এল যত হযবরলের উদ্দাম নৃত্য। কোন নিয়ম নেই , নেই শাসন দমন , রাজা রানি। যন্ত্র নেই , কারখানা নেই , নেই বিপণী , হাট - বাজার। বিজ্ঞান নেই , নেই সাহিত্য , শিক্ষা , দর্শন , গণিত নেই , নেই কোন নীতি - রাজার কিংবা অর্থের। ওষুধ নেই , বৈদ্য নেই , নেই কারিগর কিংবা বণিকসভা , মিছিল নেই , দাবি নেই , নেই আফসোস।   আছে - দেখতে পেলুম শুধু বড্ড অচেনা , কবেই হারিয়ে যাওয়া - বিশ্বাস - অফুরন্ত। - - - - - - - - -

বৃষ্টিস্নাত

  বৃষ্টিস্নাত কেমন আছ হাসনুহানা ? নীল সাগরের সাহস দেখেছ , আকাশ জুড়ে ? ঝরতে দাওনা অবিশ্রান্ত । তোমার তো নেই হাসতে মানা ।   মেঘে মল্লারে মন খারাপের দিন জোড়া আজ মুহুর্মুহু কতই ঘটা ঘনঘটায় - তুমিই বা কম কীসে যাও বাজুক তান আজ সুর বাহারের ।   পৃথিবী আজ পালটে গেছে আকাশ তলায় , সাগর ঝরে অঝোর ধারায় তোমার স্থিতি পথের ধারে মুক্তোঝরা অরূপ হাসি একই আছে ।   ওই ধারাতে আনচান মন কাজলা কালো হরিণ চোখের ইতিউতি চাউনি তোমার চকিত চপল পরখ তোমায় , রিক্ত আমি অগুণতি ক্ষণ ।   খেত খামারে ধারায় ঝরে মুক্তোদানা ভরাট যত ফুটিফাটা , আঁকাবাঁকা কৃষ্ণবিবর সাকিন তোমার নতুন সাজে সাজবে মুক্তো হার না মানা ।   জঙ্ঘা বেয়ে নামবে ধীরে পাগল পারা গর্ভধারণ উল্লাসে আজ মত্ত নদীর শান্ত জঠর পারে পারে তোমারও তো অগুণতি সব নতুন ছবি , চিত্রকরের পট যে ভরা ।    উচ্ছল মীন , চাতক মেটায় তৃষ্ণা আপন ময়না , শালিক , মাছরাঙা আজ মন্দ্রবিভোর তোমার বাহার সামলে রেখো রঙবাহারের পত্রে আমার দিন যে যাপন ।   ঘোমটা তলে উদাস নয়ন তাকিয়ে থাকে ঝিরঝির ওই শব্দনিনাদ বাজায় বুকে বিষাদবীণা ফুৎকারে আজ দাও উড়িয়ে বিলিয়ে দিয়ে রঙমশালের ছন্দটাকে ।   পিয়াসী পাতায় ছলকে পড়া শান্তি

প্রথম কবিতা, (কবিগুরুর পুণ্যভূমে আমার লিখা প্রথম কবিতা)

  প্রথম কবিতা   কবিতার আঁতুড় ঘরে জন্ম নিল প্রথম কবিতা। হাওয়ায় উড়েছে কত শূন্য ফানুস ঘেঁটে গেছি কত ছাইপাশ, আজ আঁতুড় ঘরের নুড়ি পাথরে কবির ক্যানভাস। পথের ধারের পাতায় খুঁজি ভগবানের কলম। শান্তির ঘরে আজ কবিতা উৎসব। এবার শেষের হলো শুরু, এতদিন আমার তুমি আজ থেকে আমি তোমার। কাল সকালে নদীর পথে হারিয়ে যাব ক্যানভাসে। সহজ পাঠের তরুতলে, আশ্রমে, বন বীথিকায় - দাঁড়াব মুখোমুখি - স্বপ্ন যত ধরা দেবে সব কোলাজ হয়ে আমি কবির পায়ের পথ মাড়ানো ধুলো হব। প্রথম কবিতা পুষ্ট হবে পায়ে পায়ে - পাতায় পাতায় ভাসব নদীর জলে। শান্তির ঘরে আজ প্রথম পদার্পণ, এবার ফানুস ভেঙে ছড়িয়ে পড়ুক কবিতা উৎসবের - রঙিন আঁতুড় ঘর।।