Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২১৪

বিষণ্ণ এপিটাফ

সাতসকালে ঘুমের ঘোরে মৃদু হইচই ভোরের স্বপ্ন ভেঙে হলো খানখান। কত আর স্বপ্ন চাই তোর মেয়ে - ওই দূরের পাহাড়টির মতো স্বপ্নের পাহাড় দাঁড়িয়ে আছে মনে। অসমাপ্ত স্বপ্নের রেশ ধরে আসে - এপিটাফ আলোচনা - কে , কখন ? আৎকে উঠি - একদল লোক   গাঁইতি , শাবল খোঁড়াখুড়ির শব্দে নিঃশব্দ জীবনের অনুরণন। বিপন্ন বিস্ময়ে চেয়ে দেখি সন্ত্রাসের পরপারে এপিটাফের স্বরলিপি ,   শান্তি দূতের জীবনপঞ্জিতে ঢেকে যায় মিথ্যাচার আর পাপাচার -   জীবন মৃত্যু ফারাক। পাহাড় দেখে মেয়ে , কবরে নেমে আসে পাহাড়ি সন্ধ্যা , লালিমায় ঢেকে যায় কালো ছোপ , বিপন্ন সময়ের এপিটাফ।