না মেলা অঙ্ক অসংখ্য না মেলা অঙ্ক ভিড় করে থাকে জলদস্তম্ভে তুষার ছায়ায় , বসুধা গর্ভে । দু : খ সুখের হাড় হিমেল ক্যালকুলাস - শূন্য থেকে অনন্ত - স্মৃতি বিস্মৃতির অগুনতি টানাপোড়েন । বৃষ্টিস্নাত বর্ষাবনের অতলান্তে আমরা আপন গরবে গরবিত একঝাঁক - উচ্ছল হাসনুহানা । শিখরে শিখরে থাকুক ঝঞ্ঝা বর্ষারহিত গরজিত মেঘ , আমরা রংমশালের ওড়াই ধ্বজা যত নাম না চেনা - গহীন বনের হাসনুহানার দল । ধরিত্রীরই গর্ভজাত প্রোথিত শেকড় দীর্ঘতর বৃথা আস্ফালন তুড়িতে ভাসাই আমরা ষোড়ষোপচারে নতুনের সাজে - মনের মতো মনকে সাজাই ।।
স্বপ্নের ফেরিওয়ালা