২৬ বছরে পা রেখেছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ ক্যামেলিয়া ’ । বেরোয় পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ থেকে । তিন মাস অন্তর অন্তর নিয়মিত বেরোয় কিনা জানা নেই তবে হাতে এল ‘ শারদ ১৪৩০ ’ সংখ্যাটি । প্রকাশক ক্যামেলিয়া প্রকাশনীর পক্ষ থেকে কবি রাজীব ঘোষ । সম্পাদক দম্পতি রাজীব ঘোষ ও কবি বর্ণশ্রী বক্ সী - সেই অর্থে উত্তরপূর্বের বরাক উপত্যকা ও পশ্চিমবঙ্গের যৌথ নিবেদনও বলা যায় । লিটল ম্যাগাজিন গোত্রের একটি পত্রিকার শারদ সংখ্যা কতটুকু সমৃদ্ধ হতে পারে তা আলোচ্য সংখ্যাটি না দেখলে , না পড়লে অনুধাবন করা যাবে না । গর্বিত সম্পাদক তাই সম্পাদকীয়তে লিখতেই পারেন - ‘ বর্তমানে বাজারি পত্রিকাগুলির সাথে বেশ কিছু লিটল ম্যাগাজিন পূজার এক - দু ’ মাস আগেই বেরিয়ে যাচ্ছে । আপনারাই বলুন এগুলি - কে কি শারদ সংখ্যা বলা যায় ? এখন লিটল ম্যাগাজিনের সম্পাদকরা নিজ নিজ জায়গায় বেশ প্রতিষ্ঠিত বা কেও (?) গোষ্ঠীর সাথে যুক্ত । … আজ থেকে পঁচিশ বছর আগে ছাত্রাবস্থায় ‘ ক্যামেলিয়া ’ যখন প্রকাশ করতাম তখন ভাবতে হতো বইকী । এখন তো নব্য কবি সাহিত্যিকদের লেখা শারদ সংখ্যায় দেখা যায় না । পত্রিকা প্রকাশ তো দূর অস্ত্ । এই দায় সম্প...
স্বপ্নের ফেরিওয়ালা