সে চোখের দৃষ্টি সেদিন মেপে উঠতে পারিনি কেউ পারেনি । মহাশূন্যের পানে শূন্য উদাস চাউনি অথচ …… ঘিরে থাকা এতগুলো চোখ এতগুলো স্বজন অবয়ব - সব সব দৃষ্টির বাইরে অদৃশ্য । এ কোন মায়া ? পার্থিব মায়া থেকে অন্য এক মায়াসমুদ্দুরে স্বেচ্ছা অবগাহন পর্ব , নাকি বাধ্যবাধকতার সাড়ম্বর আয়োজন ? এ দ্বন্দ্ব , এ ধন্দ অপরিমেয় , অজর অমর আত্মাহুতির আয়োজন । আজও খুঁজি সেই কুসুমপথ । বিশ্বদর্শন ? এ পথে ফেরার কথা নেই , একমুখী এ জীবনপথ কুসুম বা কণ্টক , নিজেই আত্মপথিক বাকি সব মিছে মায়া , এ শ্বেতবিশ্বে কোনো কালো নেই , নেই ছায়া পথজোড়া শুধু গুচ্ছ শাদা ফুলের পাপড়ি বিছানো কুসুম - কুহক সমারোহ । দৃষ্টি বিহীন খোলা চোখে অনন্ত বিশ্বরূপ এই তো জীবন , বাকি সব ছাই , মিথ্যা মোহ ।
স্বপ্নের ফেরিওয়ালা