Skip to main content

Posts

Showing posts from October, 2023

গুণমানে সমৃদ্ধ ’বিড়াল’ বিষয়ক সংখ্যা - 'প্রবাহ'

মনে হতে পারে এক রকম ‘চুল নিয়ে চুলোচুলি’। ‘বিড়াল’ নিয়ে পত্রিকার আস্ত একটি সংখ্যা ? বাংলা ভুবনে এমন কাণ্ড আগে কেউ ঘটিয়েছেন কিনা জানা নেই। তবে তথ্য নিয়ে ঘাটাঘাটি করলে জানা যায় যে উত্তর আমেরিকার একটি জনপ্রিয় মাসিক পত্রিকার নামই ছিল ‘ক্যাট ফ্যান্সি’ যা উৎসর্গীকৃত ছিল বিড়াল, বিড়াল-মালিক ও বিড়াল-প্রেমীদের উদ্দেশ্যে। ১৯৬৫ সালে এই পত্রিকার যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে এটি ‘ক্যাটস্টার’ নামে ন্বিমাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। এছাড়াও মডার্ন ক্যাট ম্যাগাজিন, ইওর ক্যাট, ওয়াইল্ড ক্যাট, টাক্সিডো ক্যাট আদি ম্যাগাজিনের বাইরেও বহু জার্নাল ও নিউজলেটারের সন্ধান পাওয়া যায়। সম্প্রতি অসম থেকে প্রকাশিত গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর সম্পাদক আশিসরঞ্জন নাথ এমন একটি দুঃসাহস দেখিয়েছেন এবং স্বভাবতই তা সাড়া ফেলেছে বাংলা ভুবনে। আখেরে এই দুঃসাহসের ফলশ্রুতি কেমন হল তা জানা যায় সম্পাদকীয় থেকে যেখানে সম্পাদক লিখছেন - ‘প্রবাহের বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের বৈশিষ্ট্য অনুসারে বিড়াল সংখ্যার প্রস্তুতি পর্বে যে হতাশার সম্মুখীন হতে হয়েছিল ক্রমে আশার আলো দেখা গেল। ঝুলিতে যে এত বিড়াল লুকিয়েছিল তা প্রথমে ভাবনার মধ

ভালোবাসা... আজও

বসার জায়গায় এদিকে ওদিকে সাজিয়ে রাখা বেঞ্চগুলো সব চার - চেয়ারযুক্ত । অর্থাৎ চারজনের বসার উপযুক্ত । ধাতুনির্মিত হওয়ার সুবাদে ভালো করে হেলান দিয়ে বসে থাকা যায় না । ক্রমাগত নীচের দিকে পিছলে চলে আসে শরীর । তবু বসে থাকতে হয় । এখানে , এই বেসরকারি হাসপাতালের অপেক্ষাগৃহে বসে থাকাটাই একমাত্র কাজ । মাঝে মাঝে খবরাখবর কিছু এলে উঠে গিয়ে কাজ সমাধা করে ফিরে এসে আবার সেই বসে থাকা । পরিচিত কিংবা কাছের মানুষ কেউ থাকলে কথাবার্তায় মজে থাকা যায় । অন্যথা নীরবে একাকী শুধুই কালযাপন । তেমনি বসে রয়েছিল সৌম্যদীপ , ওরফে কিট্টু । কিট্টু অবশ্য ডাকনাম । তবু খানিকটা অস্বস্তি হতো তার প্রথম প্রথম । অর্থহীন একটা নাম কে যে রেখেছিল । শুনলে মনে হয় যেন কিপ্টু অর্থাৎ হাড়কিপ্টে । অথচ আদপেই তা নয় সৌম্য । তাছাড়া সৌম্যদীপের সাথে কিট্টুর কী বা সাদৃশ্য ? ভালো নামটাকে কেটেছেঁটে কত কিছুই তো হতে পারত । এই যেমন - সোমু , সৌম্য , সোম , দীপ ইত্যাদি …… । তবে এই একটি জায়গায় মানুষ সত্যিই বড় অসহায় । নিজের সবচাইতে বড় সম্পদের ক্ষেত্রেও নিজের কিচ্ছুটি করার থাকে না । অন্যের ইচ্ছেয় নামকরণ হয় । শুধু মুখে মুখে নয় , সারা জীবনের জ