Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ০৩-০৯-২০২১

'সাঁকো' পত্রিকার অনবদ্য বর্ষা সংখ্যা উন্মোচিত

সম্প্রতি উন্মোচিত হলো ‘ সাঁকো ’ পত্রিকার বর্ষা সংখ্য ১৪২৮ এর অনলাইন সংস্করণ । ধারে ও ভারে অর্থাৎ সম্পাদনায়, অলংকরণে, বিষয় বৈচিত্রে দীর্ঘ ৫১ পৃষ্ঠার এক অনবদ্য সাহিত্য পত্রিকা। কোভিডজনিত কারণে অনলাইনে প্রকাশিত হচ্ছে যদিও উৎকর্ষতায় ‘সাঁকো’ এক সফল ও আকর্ষণীয় পত্রিকা হিসেবে ইতিমধ্যেই পাঠক ও বৌদ্ধিক মহলে সমাদৃত হয়েছে। রঙিন চিত্রাবলি এবং রেখাচিত্রের সুচিন্তিত প্রয়োগ পত্রিকাটিকে এক অনতিক্রম্য উচ্চতায় নিয়ে গেছে। প্রচ্ছদ থেকে শেষের পাতা অবধি সুরুচিসম্পন্ন এক পূর্ণাবয়ব ছোটপত্রিকা ‘সাঁকো’। এই সংখ্যাটি আসলে ১৯শে মে’ উপলক্ষে ভাষাবিষয়ক এক সংখ্যা হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল যদিও বিভিন্ন অসুবিধায় তা হয়ে উঠেনি বলে উল্লেখ রয়েছে প্রাককথন এবং প্রাঞ্জল তথা আশাপ্রদ সম্পাদকীয়তে। কিন্তু দেরিতে প্রকাশিত হলেও ভাষা শহিদদের উপযুক্ত সম্মান ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে পত্রিকার প্রথমেই - ‘ভাষা বিষয়ক’ শিরোনামে আলাদা এক পর্বের মাধ্যমে। এই পর্বে ভাষা এবং ভাষা শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদিত হয়েছে প্রাসঙ্গিক চিত্র, একাধিক কবিতা ও নিবন্ধের মাধ্যমে। কবিতা লিখেছেন সুদীপ্তা ভট্টাচার্য, বিদ্যুৎ চক্রবর্তী, সুজন দাস ...