শেষ যুদ্ধের কবিতা জেতা বাজীটা হারবো এবার নিশ্চিত বেছে নিতেই হবে এবার পথ , মৃত্যুর দুটি স্পষ্ট পছন্দের একটি - অনশন কিংবা অসুখ । নিজেদের সাম্রাজ্যে এবার শুরু হলো অদৃশ্য শত্রুর কাছে অসহায় আত্মসমর্পণ । পৃথিবী এবার সাজবে নতুন করে যত কিছু চরাচরে - যাবে সব অগোচরে । মলিনতার দৃপ্ত অহংকারে সজ্জিত পৃথিবী লুকিয়েছে মুখ হিংসা , ঘৃণার বাড়বাড়ন্তে । এবার পূর্ণ ধ্বংস শেষে আসবে ফিরে অমলিন , অহিংস মনন মানব । সম্ভবামি যুগে যুগের সহজ রসায়নে অবতীর্ণ ধরায় এবার ভাইরাস অবতার এবার স্তব্ধ হবে জেতা বাজির অহংকার ।
স্বপ্নের ফেরিওয়ালা