জলছবি ভালোবাসা মাঝে মাঝেই কিছু আচমকা উপস্থিতি অবয়ব প্রতিলিপি , চেনা মুখ - অচেনা অধরা হৃদয়। চোখের পলকে ইথারে ভাসে সব সাদা কালো জলছবি , রৌদ্র ছায়ার ভয়কাতুরে ধুকপুকুনি। জীবন চক্র , ইতিহাস আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ সত্ত্বা। চুঁইয়ে পড়ে হৃদয় নিংড়ানো ক ' ফোঁটা বেদনার তাজা রক্ত। আজীবন অনুচ্চারিত অষ্ফুট কিছু কথা থরে থরে সাজানো কিছু ব্যথা গুমরে মরে ফুটন্ত লাজ-এর মতো , অনন্ত ইচ্ছেগুলো চাগিয়ে ওঠে ফের আবারও মাথা কুটে মরে ব্যর্থ ভালোবাসা। ছবিও কেন এত হৃদয়হীন ? ------------------------------------
স্বপ্নের ফেরিওয়ালা