Skip to main content

Posts

Showing posts from February, 2021

হৃদমাঝারের গান

  হৃদমাঝারের গান একটি মাত্র আহ্বান রব - এসো ,   ভেসে আসে যেন কোন সে সুদূর হতে -   আমার সত্ত্বা জুড়ে উছল পারাবার। অনন্ত কাল প্রতীক্ষা শেষে সে রব কে জানে কোন আবছা ঈশারা ,   আমার পানসি চলে ছুটে কল্পনার ওই মাঝনদীতে।   আমি ছুটেই চলি আকুল বাসনায় মুখিয়ে চলি আগুন পথে দগ্ধ হবো আপাদমস্তক তোমার সাথে পতঙ্গ আমি ছুটে চলি বার বার। সঘন এই ছুটে চলা - কোন সে দিশায় ,   দিশেহারা আমি মুক্তির পথ চেয়ে থাকি এত ভালোবাসা , এত অত্যাচার -   ললাট পাশের শ্বেতশুভ্র উপস্থিতি   হয় না মানানসই - এমন কালে আর।   পেরিয়ে এসেছি মাঝনদী কবেই এবার তো শুধু সামনে তাকিয়ে চলা স্থায়ী ঘরের ঠিকানা খুঁজে নেওয়া।   পেছনে আর নাই যে সময় তাকাবো এবার অসমাপ্ত দায় মেটানোর পালা বেমানান এই হৃদমাঝারের গান প্রাণপণে আমি আটকে রাখি তাকে।

কবিতার হাত ধরে বইমেলায় উদ্ভাসিত জীবনের জয়গান

         কবিতার হাত ধরে বইমেলায় উদ্ভাসিত জীবনের জয়গান   বিপুল তরঙ্গ রে সব গগন উদবেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ।                                                             - - - - - - - - - রবীন্দ্রনাথ ঠাকুর। অসম প্রকাশন পরিষদ আয়োজিত ৩৩তম গুয়াহাটি গ্রন্থ মেলার শেষ দিনে গত ১০ই জানুয়ারি রবিবার এই ছিল মেলা চত্বরের জীবন্ত চিত্র। বছরের পর বছর জোড়া খরার শেষে এ যেন এক আশার বার্তা, জ্ঞানপিপাসু জনতার অবিশ্রান্ত উৎসাহে উদ্ভাসিত যেন এক নতুন ভবিষ্যতের সোনালি আভা। তাহলে ছাপা অক্ষরের বই এর দিন শেষ হয়ে যায়নি মোটেও ? অদূর ভবিষ্যতে তেমন সম্ভাবনা, তেমন আশঙ্কাকে এই মুহূর্তে তুড়ি মেরে নাকচ করে দেওয়া যায় নির্দ্বিধায়। অন্তত শেষ বেলার বিপুল জনতরঙ্গ সে ইঙ্গিতই দেয়। মেলা প্রাঙ্গনের লাগামহীন জনস্রোত আর অগুনতি সব বইঘরের বিকিকিনির এমন বিরল দৃশ্য এ শহরে অন্তত দেখা যায়নি এর আগে। আর এই অনাবিল দৃশ্যের পাশাপাশি স্টল নং ৪৩/৪৪ এর দৃশ্য আবার একেবারেই ছিল ভিন্ন। বিকেল ৪টে থেকে রাত প্রায় ৮টা অবধি ভিকি পাবলিশার্সের স্টলে অনুষ্ঠিত হলো জমজমাট কবিতার আড্ডা। বাংলা সাহ