সেদিন...... পাইনই তো শুধু ছিল না । সবুজ চায়ের গালিচা ছিল পূর্ণিমা রাতে জোছনা ছিল নিয়ন আলোয় উদ্ভাসিত চাঁদপানা এক মুখ ছিল । সাগর জলের লহর জুড়ে প্রসারিত দু ' টি হাত ছিল , নীরব মুখের ভাষা জুড়ে কৃষ্ণ ডাগর আঁখি ছিল । পাশাপাশি কিংবা মুখোমুখি বসে প্রশ্রয়ে প্রেম লুকিয়েছিল । বনানীর বুকে , বুক ধুকপুকে থরে থরে প্রেম গচ্ছিত ছিল । সবটুকু থাকা একাকার হয়ে গরজ হয়ে , ভালোবাসা হয়ে মিশে গেছে একখানে... এই তো আমার প্রেম বাকি সব মিছে কথা ।
স্বপ্নের ফেরিওয়ালা