Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৩

জলরং অথবা লিথোগ্রাফ - মমতা চক্রবর্তী

  জলরং অথবা লিথোগ্রাফ - একটি পাঠ প্রতিক্রিয়া সদ্য হাতে এলো কবি মমতা চক্রবর্তীর ছিমছাম কাব্যগ্রন্থ - ‘ জলরং অথবা লিথোগ্রাফ ’ । হাতে এলো বেশ খানিকটা দেরি করেই । প্রথম ও একমাত্র প্রকাশ যদিও লিখা আছে ২০১৬ কিন্তু প্রকাশিত হতে হতে হয়েছে ২০১৭ । বছর তিনেক হয়ে গেছে যদিও তবুও পাঠ প্রতিক্রিয়া লিখার লোভ সংবরণ করা গেলো না । কারণ - ‘ কিছু কথা কখনো পুরোনো হয় না ’ । মনোগ্রাহী প্রচ্ছদ ও নামাঙ্কনের পারিপাট্যেই ‘ জাত ’ চেনা যায় গ্রন্থটির । সাত ফর্মার এই নিটোল কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন দ্বিজেন্দ্র ভৌমিক । কোলকাতার অক্ষর প্রকাশন থেকে প্রকাশিত এই কাব্য সংকলনে সন্নিবিষ্ট রয়েছে মোট ৫১টি কবিতা । কবির জীবনের এক দীর্ঘ অধ্যায় জুড়ে লিখিত এই কবিতাগুলোকে উৎসর্গ করা হয়েছে তাঁর লোকান্তরিত মা মিনতি চক্রবর্তী , বাবা মনীন্দ্র চক্রবর্তী ও অকালপ্রয়াত সহোদরা মঞ্জুলিকা চক্রবর্তীর স্মৃতিতে ।   অনু থেকে পৃষ্ঠাজোড়া কবিতাগুলোতে এক বিশাল ব্যাপ্তি , বৈচিত্রের সন্ধান পাওয়া যায় কবির কবিতায় । অধিকাংশ কবিতাই আত্মকথন পর্যায়ের । কবিমনের চাওয়া পাওয়া , ক্ষোভ , অনুভূতির বিস্তৃত প্রতিফলন । প্রাথমিক পর্যায়ে লিখ...