উত্তর পূর্বের লেখালেখির জগতে গদ্য ও পদ্য উভয় শাখাতে যেসব কবি , লেখকরা প্রসিদ্ধি লাভ করেছেন তাঁদের মধ্যে এক উল্লেখযোগ্য নাম ঋতা চন্দ । উত্তর পূর্ব কথাটি ইচ্ছে করেই উল্লেখ করা হল । কারণ এখানে , এই বাংলা সাহিত্যের কর্ষণ ক্ষেত্রের ভৌগোলিক গণ্ডির মধ্যে বসবাস করে উত্তর পূর্বের বাইরে কারো কারো কিছু সাহিত্যকর্ম হয়ত প্রকাশিত হয় কিংবা প্রশংসিতও হয় সাময়িক কিন্তু প্রসিদ্ধি লাভের ব্যাপারটা দূর অস্ত্ হিসেবেই থেকে যায় । অথচ বাইরের বহু লেখালেখির তুলনায় এ অঞ্চলে যে উৎকৃষ্টতর বহু সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে তাও অবিদিত নয় । তবু এই দুর্লঙ্ঘ্য দূরত্ব আজও বজায় আছে । তার অন্তর্নিহিত কারণ সহজেই বোধগম্য যদিও এই কারণ অনুসন্ধান এখানে উপপাদ্য নয় । ‘ ভালোবাসার এক নাম কবিতা ’ কাব্যগ্রন্থে কবি ঋতা চন্দ উজাড় করে দিয়েছেন তাঁর কাব্যধারার রস । ফলে ফুলে বিকশিত হয়েছে তাঁর কাব্যপ্রতিভা । ১৩৪ পৃষ্ঠার এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে ১৫০টি ‘এক লাইনের’ কবিতা থেকে শুরু করে ‘আড়াই পৃষ্ঠা জোড়া’ দীর্ঘ কবিতা । বিষয় বৈচিত্র্যে , কাব্য ধারায় বিচিত্র হয়ে উঠেছে কাব্যগ্রন্থ । বিচিত্র সব বিষয় সন্নিবিষ্ট হয়েছে কবিতায়। গ্রন্থনামে উল্লেখ...
স্বপ্নের ফেরিওয়ালা