Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪১

সালতামামি

সে তো যাবেই চলে ছন্দে পতনে থাকবে যারা করবে সালতামামি বিদায়ে, আবাহনে মাতবে আয়োজনে কথা কিছু রাখবে মনের গহীনে। আবার আসবে এমনই এক দিন হারিয়ে যাবে নতুন - পুরাতনের কোলে যেমন ঝরা পাতা বসন্তে বাদলে। কোন সুদূর থেকে আসবে ভেসে ছবি সবাক চিত্র ফুটবে দু’চোখ জুড়ে কল্পমদির স্মৃতিপটে বাঁধবে বাসা চিরতরে কোলাজ হয়ে রইবে হৃদয় জুড়ে।   এক দিন সব হবে একাকার নিস্তব্ধ বসুন্ধরায় জানবে না কেউ নাম হারিয়ে যাবে সব কোলাজ, সব স্মৃতি সন মাস দিন বছর শুধু মিথ্যে হিসেব যত সকাল সন্ধ্যা ফিরবে অবিরত। ফিরবে না তো বিস্মৃত অবয়ব অবয়বে কী বা যায় আসে আসলেই ফানুস সব, নিশ্চিত ভোকাট্টা আকাশ মাটির পথের দিশায় অবিরাম পথ হাঁটা। এই ছেলে তুই আকাশটাকে ধর এই মেয়ে শোন একটি পাহাড় তোর   নদীও তোর, ঝরনাও তোর আমি সবটুকু আজ দিলাম তোকে সব মিলিয়ে ছবি হওয়ার আগে সময় সোপান আগলে ধর, যাবেই চলে একের পর এক দিন - মাস - বছর।