Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৩৫

অনন্য প্রেম

কোনও এক শারদ আশ্বিনে প্রথম দেখেছি তাকে -   কাঁচা , কচি ঘাসফুলের এক কলি নজরকাড়া রূপসাগরের অরূপ মুক্তোদানা নজর ফেরানো দায়।   এর পর দু ' জনেই দেখেছি দুই যুগ ,   ঘাসফুল আজ গুল্ম থেকে তরু খাস পুড়ে পুড়ে আমি প্রায় এক মহীরুহ।   পেরিয়ে এসেছি অনন্য পঁচিশটি বসন্ত ভিন দিশায় , ভিন্ন প্রান্তে - একান্তে। সেই একান্তবাসেরও একটি কবিতা আছে আছে কবিতার পরতে পরতে কত যে গোপন কথা - এদিকে ওদিকে ,   কত কল্প কথার কোলাজ কত বিচিত্র আলাপন - নীরবে একান্তে। জাগ্রত নিশার প্রহরে প্রহরে গভীর রাতশেষের আবেশে , প্রত্যুষে। কত যে অফুরান কথার পাহাড়ে কাজ অকাজের মাঝে গহনে সঘনে সরবে নীরবে ইথারে , দরশনে। কেটেছে কত যে বেলা স্বপনে মননে একসাথে পায়ে পায়ে কত যে চড়াই পাশাপাশি মুখোমুখি ঢল বেয়ে বেয়ে   অনন্ত উৎরাই , সানন্দে - অভিমানে। নির্মোহ বাস্তব এসে ঘুরিয়ে দিয়েছে পথ ঋদ্ধ অনুভবে পাল্টে গেছে সব সংজ্ঞা   কল্পনায় ছড়িয়ে দিয়েছে রামধনু রঙ সেই কলি থেকে কুসুমের উত্তরণ গাথা আজ জন্ম দিয়েছে প্রেমের শ্রেষ্ঠ কবিতা।    গর্বিত আমি - আমার তুমি আছো না থাকার আবডালে চিরন্তনী তুমি আমাকে ভাসিয়...