Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৭২

ঘরে এসো আর্ভিক

ঘরে এসো আর্ভিক কত আর বাইরে থাকা ? শিশুর জন্মে আলো ছড়ায় এ ভুবন এ আলোকে কত আর আঁধারের লালসামোড়কে ঢেকে রাখা ? রক্তের একটাই রং - লাল নীল রক্ত তো আভিজাত্যের কল্পকথা বিত্তবানের অহংকার। তোমারও রক্ত নিখাদ লাল তুমি নিজেই নিজের রক্ষক। শিরায় শিরায় সুচ ফুটিয়ে বন্ধ হোক রক্তের পর্যালোচনা বন্ধ হোক এ অনাচার , অত্যাচার। এ যন্ত্রণা অমানবীয় , এ অপেক্ষা অসহনীয়।   ঘরে এসো আর্ভিক চোখে চোখ রেখে একবার জুড়াই নয়ন আরশিতে খুঁজে দেখি একে একে কার আদলে তোমার অবয়ব কান্না হাসিতে খুঁজে ফিরি দুরন্ত শৈশব।    অনেক হল , এবার ঘরে ফেরো আর্ভিক ভেঙে ফেলো হাসপাতালের বদ্ধ কারা , চোখে চোখে বন্ধ হোক সুপ্ত শ্রাবণধারা স্পর্শ-কাতর হৃদয়ে হৃদয়ে বন্ধ হোক ঘোর গ্রীষ্মের তপ্ত আতপ জ্বালা।   ঘরে এসো আর্ভিক , আর দেরি নয় বসে আছে কেউ কোল জুড়ানোর প্রতীক্ষায় চেয়ে আছে কেউ বুক জুড়ানোর আশায় ঘরেই এবার উদযাপিত হোক ফের জন্মের প্রথম শুভক্ষণ। এ ঘোর অন্যায়ের প্রতিবাদ হোক তুমি নিজেই  হয়ে উঠো প্রতিবাদের প্রতীক চির শাশ্বত নির্ভীক - ঘরে এসো আর্ভিক।