রাত্রি বন্দনা আমার রাত্রি বন্দনা - আমার পরিধি আধেক ধরণী বৃত্তমাঝেই সতত আমার বিশ্বরূপের কল্পনা । আমার বিশ্ব নিদ্রামাঝে গভীর স্বপন মগ্ন আমি তখন আঁধার রাতে আপন খেয়াল মগ্ন । জীবন ছবি মনমুকুরে ঢেউ খেলে যায় ছন্দে রূপে আমার বৃত্তে আনাচে কানাচে হাতড়ে বেড়াই স্মৃতি যত বাইরে গভীর রাতের শব্দ গুরুগম্ভীর নীরব তান । বুকের ভেতর ছলকে ওঠে সালতামামি জীবন গান । চলার পথে আপন জনের ভালোবাসার মধুর স্মৃতি হৃদয়পুরের অন্ত : স্থলে প্রাণের সখার অবস্থিতি । কোথায় কেমন দূর বিদেশে ছিটকে গেল মনের মানুষ আমার আমি কেমন করে হাজির হলাম আজকে যেথায়। কত পথ , পেরিয়ে এসে কত যে ঘাট শতাব্দীর আধেক ঘেটে যোগ বিয়োগের অঙ্ক আজো কষতে থাকি সময় পেলেই । আমার সময় একলা সময় রাতের আঁধার নিঝুম ক্ষণ একটা একটা করে স্মৃতির গভীর পরখ বিশ্লেষণ । বদলে গেল দিনগুলো সব বদলে গেল আপনজন বদলে গেল আমার পৃথ্বী আমিই কি সেই আসল জন ? রাতের খেয়াল এমনি করে বাঁধন পরায় অন্তরাত্মায় মনটা আমার পাগলপারা হাতড়ে বেড়ায় জীবনধারা আঁধারকে তাই ভ...
স্বপ্নের ফেরিওয়ালা