Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০৩

মহাপ্রস্থান পথে

চলো পথ হাঁটি -   পথেই তো আছি। শুধু রূপ পাল্টায় পথ। দীর্ঘ জীবন পথের কত অলিগলি পদপথ সব পথে জমা হয় অনুভব অনুভবে ঋদ্ধ হয় জীবন ধারা। একদিন দুই পথ এসে মিলেছিল একখানে এরপর আবার - ভিন্ন হয়েছে পথ। চাওয়া পাওয়ার মূল্য ছিল না কোনও মন জানালা রুদ্ধ হয়েছে বার বার। অবশেষে আঘাতের পর আঘাতে আঘাতে দীর্ণ হতে হতে অন্ত হয়েছে পথ চাওয়া হাতে হাত ধরে একসাথে পথ চলা। জানি , সেই পথও ফুরাবে এক দিন আবার রুদ্ধ হবে পথ - আগুপিছু। সেই একলা একা পথ চলার পুনরাবৃত্তি শেষের সেদিন কাঁদায় বড় থাকবে কি কেউ লাগিয়ে দিতে ব্যাথায় প্রলেপ ,   পথের শেষে বলবে এসে এসো - পথ চলি পায়ে পায়ে   এগোই খানিক মহাশূন্যের পথে মহাপ্রস্থান পথে ?