Skip to main content

Posts

Showing posts from May, 2022

‘পোয়েটিক জানালায় ……’ - নীলদীপের কবিতা

‘ পোয়েটিক জানালায় কবিতার মেঘ ’ - কাব্যগ্রন্থটির এমন নামকরণ প্রথম প্রচ্ছদে চোখ রাখলেই ধন্দে ফেলে দেয় বৈকি । অনুসন্ধিৎসু পাঠক এরপর দুই মলাটের ভেতর পৌঁছে গেলেই উন্মোচিত হয় রহস্য । প্রায় আদ্ধেক কবিতার শিরোনামই ইংরেজিতে । এবার কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা প্রকাশিত হয় । এমনি অভিনব সব কাব্যিক কর্মকাণ্ড কবি নীলদীপ চক্রবর্তীর স্বভাবজাত । এবং এরই জন্য তাঁর কথা কিংবা কবিতা সবেতেই ব্যতিক্রম - উৎকর্ষে ব্যতিক্রমী । ব্যতিক্রমী ভাবেই কবির এ গ্রন্থে সন্নিবিষ্ট প্রায় সব কবিতার মেঘ-এর রঙই কালো। হতাশা, দুঃখ, মৃত্যুর কাব্যিক উপস্থাপনা। পুস্পল দেব-এর স্বচ্ছ সুন্দর প্রচ্ছদ ও নামলিপি বই-এর অন্তর্নিহিত সারবত্তার সঙ্গে মানানসই। আগরতলার নান্দীমুখ প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন এ অঞ্চলের আরেক স্বনামধন্য কবি - সঞ্জয় চক্রবর্তীকে। ৪৯টি কবিতা সম্বলিত ৬৪ পৃষ্ঠার গ্রন্থটির প্রথম কবিতা থেকেই কবির ব্যতিক্রমধর্মী রচনার সঙ্গে পাঠককে পরিচিত হতে হয়। ‘পোয়েটিক জানালা’ শিরোনামে ছয়টি স্তবকে লিখা কবিতায় বিচিত্র এক ককটেল সাজিয়েছেন কবি। এক একটি স্তবকের নামও বিচিত্র - মাইকেল, হাঙ্গর, অ্যাসল্ট, লভ, সার্জিক

কথার শতেক বাণীতে সমৃদ্ধ - ‘এলোমেলো ২’

“কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি।" ‘ এমনিতে হোজাই অবশ্য ঠিক বেড়াবার জায়গা বলে প্রসিদ্ধ নয়। কিন্তু ফারুক বলেছিল, সেখানে বাজারের একটা দোকানে অসমের বেস্ট রসগোল্লা খেয়েছে সে, বিকেলবেলা একটা পার্ক আছে, শান্তিবন বলে, সেখানে বসা যায়। ‘হোজাই কলেজ’ বলে একটা নামকরা কো-এড কলেজ আছে। তবে তার সামনে ছুটির সময় দাঁড়িয়ে থাকার বয়সটা অনেক আগেই পেরিয়ে এসেছি। তাছাড়া রেল স্টেশনে, উঁচু সিঁড়ি দিয়ে উঠে ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম থেকে শহরে নামার যে ব্যবস্থা ‘কইরা দিছে’, সেখানে মাঝামাঝি জায়গায় দাঁড়ালে মনটা উদাস হয়ে যায়।’ এই একটি অনুচ্ছেদে কীভাবে কথার মারপ্যাঁচে একটি অতি সাধারণ জায়গার অসাধারণ ব্যাপ্তি ফুটে উঠেছে লেখকের মুনশিয়ানায় তা লক্ষণীয়। কৃতি গদ্যকার সঞ্জয় গুপ্ত-এর সেই ‘এলোমেলো ১’-এর ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছিল - ‘তিলকে তাল’ তারই দ্বিতীয় সংস্করণ যেন আলোচ্য গ্রন্থ - ‘এলোমেলো ২’। এই একটি অনুচ্ছেদে যেন গোটা বইটির বাখানের সারমর্ম উঠে এসেছে। একটি অখ্যাত শহর, যেখানে দর্শনীয় কিছুই বলতে গেলে নেই, তারই ছোট ছোট কিছু ছবিকে কথানৈপুণ্যে এমন ভাবে পৌঁছে দিয়েছেন পাঠকের দরবারে যে মন চায় সেই অনামী স্থানটিতে অন্তত এ

'কবিতার বারান্দায় প্রথম পড়েছে আলো' - গোপাল চক্রবর্তী

“ প্রথম কবিতা সত্যিকার অর্থেই আমার প্রথম কবিতা , এখানে কোন ভেজাল নেই । আর যেহেতু প্রথম কবিতা তাই এই বই আমার কাছে এক এক্সপেরিমেন্ট - আমি কী লিখি , সে উত্তরের আশায় এক পাঠক আরেক পাঠকের চোখে চোখ রেখে চেয়ে থাকবে অনেকদিন । কবিতা আসলে কী ? আমিই বা কী লিখলাম ? কবিতার কোন নির্দিষ্ট সংজ্ঞা আমি এখনো পাইনি খুঁজে , হয়তো কোনদিনই পাব না লক্ষ লক্ষ মানুষের মতো তবু একটা ধারণা টের পেয়েছি কোথাও গহীনে - কবিতা এমন কিছু শব্দ বন্ধন , পড়তে পড়তে এক ক্রাইসিসের জন্ম দেয় ভিতরে , বেজে ওঠে পড়তে পড়তে শেষ হয়ে যাওয়ার আফসোস । কবিতা সহজ মানুষের মতো সহজেই দুলিয়ে যাবে মানুষের মন , তাই কঠিন শব্দ ব্যঞ্জনার পিছনে ছুটে যাওয়া বৃথাই মনে হয়েছে আমার । আপাতত এটাই আমার কাছে কবিতা । …… এই বই এর নব্বই শতাংশই প্রেমের কবিতা , এই ‘ প্রেম ’ শব্দের সাথে জড়িয়ে আছে বিরহ , প্রেমে সুখের কবিতা এখানে খুবই কম , কবিতা যেহেতু যাপন আশ্রয় তাই কবিতাযাপনে অন্য মানুষের উপস্থিতি গৌণ । নির্জনে কবিতা বেড়ে ওঠে । কবিতা লিখার কোন কারণ নেই , সে আসে , ধরা দেয় নির্জনে , আবার হারিয়ে যায় , হারিয়ে যায় বলেই কবি ধরে রাখার চেষ্টা করেন , শব্দে আটকে রাখেন তা

বিকেলের মোহনায় - সজল পাল

ঋদ্ধ অনুভবের বৈচিত্রময় গল্প সম্ভার - ‘বিকেলের মোহনায়’ ছোটগল্প বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা যদিও খুব অল্প সময়ের মধ্যেই এর অতুলনীয় সমৃদ্ধি, বৈচিত্র ও প্রসার ঘটেছে। বর্তমান সময়ের প্রায় সব লেখকই বাস্তববাদী ও সমাজ সচেতন। তাঁরা নিত্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে গল্প লিখতে আরম্ভ করেছেন এবং এ এক নিরলস প্রচেষ্টা এতে সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে তথা আধুনিকতা থেকে উত্তর আধুনিকতার উত্তরণ পর্বে বাংলা ছোটগল্পের নিরন্তর পরিবর্তন পাঠককে ছোটগল্পের প্রতি আকর্ষিত করছে। গল্পের ভাব, ভাষা ও আঙ্গিকে এই আমূল পরিবর্তনের ধারাটি আজ বিস্ময়করভাবে সফল হয়েছে। পরাবাস্তববাদ, পারিপার্শ্বিক কল্পনাতীত ঘটনারাজি ও তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উঠে আসছে নবীন চিন্তার প্রতিফলন হিসেবে। সম্প্রতি নতুন বছরের শুরুতেই অসম গ্রন্থমেলা, গুয়াহাটিতে উন্মোচিত হলো কবি, গল্পকার সজল পালের ৩১টি গল্প সম্বলিত গ্রন্থ - ‘বিকেলের মোহনায়’। এটি তাঁর চতুর্থ গল্প সংকলন এবং সার্বিক ভাবে ষষ্ঠ গ্রন্থ। সংকলনটিকে ইচ্ছাকৃতভাবেই ছোটগল্প সংকলন হিসেবে আখ্যায়িত করা যাচ্ছে না কারণ এই সংকলনে সন্নিবিষ্ট করা আছে ‘দুই দুগুণে চার’ শীর্ষক একটি বড় গল্পও। পাকা বোর্ড বাঁ