Skip to main content

Posts

Showing posts from April, 2022

প্রেম - বসন্তবিহীন

বিগত বসন্তে হৃদমাঝারে সহসা অজান্তে এল কি ফিরে আবার হারানো বাহার যে বাহারে উচাটন মন ছিল ডুবন্ত জুড়ে চরাচর অনন্ত কুসুম সমাহার। সেদিন সহসা নিথর ইথার হলো সরব নিঃশব্দ ধ্বনিতরঙ্গে বসন্ত কোলাহল মাহেন্দ্ৰক্ষণে হলো প্রতিভাত পটচিত্র প্রথম ছবির নবীন ঘোরে হিয়া দোলাচল। উদ্ভাসিত যাপন দিনের অনন্ত চিত্রাবলি লহরের পর লহর - জুড়ে অন্তর পারাবার সুখস্মৃতিময় জীবন্ত লহমা জাগ্রত সহসা স্তব্ধ দিবা রাত্রি জাগে নব উল্লাসে আবার। বসন্ত শেষে উচাটন মন কালগর্ভে বিলীন তবু কি কোথাও সুপ্ত মননে আসে না ফিরে যায় কি হারিয়ে সবটুকু রেশ , আবেশ যত যত হাসিমুখ , অনাবিল সুখ মনমাঝারে ? প্রেম নাকি শুধু নিক্তি ধরে জাগ্রত বসন্তে তবু কেন আসে দহন কালেও সুপ্ত সবই বৃষ্টি ধারায় শিউলি সুবাসে হৈমন্তী বিকেলে লেপমুড়িতে আসে ফিরে সেই প্রথম ছবি। প্রেম অনন্ত চিরন্তনী , ঋতু আসে ঋতু যায় কোথা বসন্ত ফাগুন বায় কাশফুল পরবে কোথা হতে নীপ কৃষ্ণচূড়া - ছড়ায় সমীরণ বৃষ্টি বিহুতে বসন্তহীন প্রেম আসে নীরবে।

বর্ষবরণ

আবার এসেছে নবীন গরজে নববৈশাখ হোক উলুধ্বনি , বরণবেলায় বাজুক শাঁখ।   হোক প্রতিভাত আকাশচুম্বী অবয়ব   আকণ্ঠলম্বিত গুম্ফশ্মশ্রুমণ্ডিত বৈভব।   কর্ষিত প্রান্তরে উঠুক জেগে নব সমারোহ সবুজিমায় , তানকর্তবে আরোহ অবরোহ। মাতুক ধরণী উল্লসিত , মুক্ত বর্ষবরণে   নব আনন্দে জাগুক প্রজন্ম সত্য মননে।   বাজুক দুন্দুভি , বসুক নহবত বসন্ত শেষে নব হরষে ঋদ্ধ সংস্কারে উত্থিত নব বরষে।

বৈশাখী হিন্দোল

আজ সহসা নিথর যাপন হলো সরব শেষ বসন্তে ধ্বনিতরঙ্গে নব কোলাহল আগত আবার ললিত মাতন বেলায় মেতেছে মনন , হৃদমাঝারে দোলাচল।   আবার প্রভাতে উদয় দিগন্তে যায় দেখা উদয়ভানূর প্রজ্ঞাদীপ্ত আহ্বান রবে রবে ধরা দেয় এসে নিভৃত যাপন বেলায় বেলা অবেলায় খুঁজে ফিরি যারে নীরবে।   যে নাম ধরে বাঁচি আজো ' উচ্চ করি শির ' স্ফীতবক্ষে দাঁড়াই এসে বিপদের মুখোমুখি সে নাম ধরেই , জানি জানি কাটবে জীবন যতই আসুক ঝঞ্ঝা - হই ক্ষণিকের দুঃখী।     ঝরাপাতা শেষে নবকর্ষণে সিক্ত ধরণী স্বপনে আজ মুহুর্মুহু কে দেয় তিন দোল কুহুরব শেষে নবপল্লবে ভেসে আসে সুর শুনি পরান জুড়ানো বৈশাখি হিন্দোল।     এসো হে জীবন দেবতা , এসো বৈশাখ কিশলয় প্রাণে উঠুক বেজে জীবনগান   গচ্ছিত হোক চরণ তলে নবপ্ৰজন্ম হিয়া   ঋদ্ধ থাকুক যুগান্তরে চির সংস্কৃত প্রাণ।

'সেবা' - অপর্ণা দেব

গরজ ও সাহিত্যের যুগলবন্দি - ছোট পত্রিকা ‘ সেবা ’   ১১৮ পৃষ্ঠার বিশাল এক সাহিত্য সম্ভার । শুধু পৃষ্ঠাসংখ্যার বিচারে মূল্যায়ন করলে ভুল হবে । পত্রিকাটির বিশেষত্ব হচ্ছে তার আয়তন । আট বাই বারোর বিশাল পরিমাপের ১১৮ পৃষ্ঠা সাধারণ হিসেবে অন্তত ১৮০ পৃষ্ঠার কাছাকাছি হতে পারে । অর্থাৎ পৃষ্ঠাসংখ্যা ১১৮ হলেও এর ভেতরে গুঁজে দেওয়া হয়েছে অন্তত ১৮০ পৃষ্ঠার আয়োজন । এবং প্রথমেই বলে দেওয়া ভালো যে এই মাপের পত্রিকা পড়তে কিন্তু পাঠকের যথেষ্ট অসুবিধে হয় । ধারে কিংবা ভারে নয়, শুধুই পরিমাপে। দু’হাতে ধরে বইটি সামলাতেই হিমিশিম খেতে হয় । তাই সম্পাদকীয় দপ্তর ভবিষ্যতে এই ব্যাপারটিতে মনোযোগী হবেন বলে আশা করা যেতে পারে । ‘ সেবা ’ পত্রিকা আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত বরিষ্ঠ নাগরিকদের প্রতি নিবেদিত একটি ষাণ্মাসিক ছোট পত্রিকা । প্রকাশক - ‘ সেবা - এ হেল্প এজেড গ্রুপ’ - যাঁরা পরিচালনা করেন বৃদ্ধাবাস - ‘ বেলাভূমি ’ । আলোচ্য সংখ্যাটি ত্রয়োদশ বর্ষ , ২৫ / ২৬ যুগ্ম সংখ্যা । ১ অক্টোবর , ২০২১ । প্রথমেই এই ঢাউস পত্রিকার দুই পৃষ্ঠাজোড়া সম্পাদকীয় । গোটা বছরে বহু কথা জমে রয়েছিল । তারই প্রকাশ । সময়কে , প