‘ কবিতা লিখে এখন কেউ অর্থ বা পুরস্কার প্রাপ্তির কথা ভাবে না । কবিতা এখন অধ্যাপকদের দাপটমুক্ত । কবি স্থা - শক্তি পালিত নয় । কবি অন্ধকারে ঝুল মাপে না । তার জার্নি বর্ণব্রহ্মের ভাঁজে ভাঁজে , বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে । এইরকম ছুটতরাজ মেধাব্রহ্মের কবি প্রাণজি বসাক । যার অত্যন্ত ম্যাসকুলিন ভাষাভাবনা , উত্তম চেতনাবোধ । … আমার যতদূর জানা আছে , প্রাণজি তার নিজের কথা শুধু কবিতাতেই বলেছে । তার কোন গ্রন্থে ব্যক্তিগত ভূমিকা নেই । কবিতাতেই তার মিথ উৎসব , চিত্তজিজ্ঞাসা , আত্মরতির আলোড়ন । … অফুরান প্রাণশক্তির অধিকারী সে , শূন্য থেকে মহাবিশ্বের অধিকারী , প্রাণজি - যার কাছে জীবনের জ্বালা জুড়নো মলম মানেই কবিতা । ‘ গ্রন্থের শ্রীগণেশেই কবি প্রাণজি বসাকের কবিতা এবং তাঁর একাধিক কাব্যগ্রন্থ নিয়ে ছয় পৃষ্ঠা জোড়া আলোচনা করলেন রবীন্দ্র গুহ - যা গ্রন্থটির নির্যাস যেমন ছড়িয়ে দিল পাঠকের মনমানসে তেমনি বাড়িয়ে দিল কবিতার অবয়বে সন্তরণের আকাঙ্ক্ষা । সদ্য কোভিড পরবর্তী সময়ের কাব্যগ্রন্থ ‘ ইউটিউব ও লালটিপ ’ প্রাণজি বসাকের কুড়িতম কাব্যগ্রন্থ । কবিতাবিশ্বে প্রাণজির সঘন প্রকাশ্য পদচারণা সহজে অনুমেয়। প্রাণজি ভৌগোলিক দ...
স্বপ্নের ফেরিওয়ালা