Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক শিলচর ১০-০৯-২০২৪

ভাষা সাহিত্যের প্রতি দায়বদ্ধতার নিদর্শন ‘প্রতীতি’

১ / ৪ ক্রাউন পেপারের ৫৬ পৃষ্ঠার পত্রিকাটি প্রথম নজরে দেখলে বোঝাই যাবে না তার ভেতরের সম্পদ । এর পর ৫৩ পৃষ্ঠা জোড়া সাহিত্য সম্ভার কিন্তু পাঠককে নিশ্চিতভাবেই প্রলুব্ধ করবে পাতা উলটে যেতে । নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বহু শাখা আছে অসমে । বিভিন্ন শাখা থেকেই নিয়মিত প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা তথা মুখপত্র । মূলত নববর্ষ ও দুর্গোৎসব উপলক্ষে । তার মধ্যে তিনসুকিয়া শাখাটি তার ৫০তম বর্ষ উদ্ ‌ যাপনের দোরগোড়ায় এসে পৌঁছেছে যদিও সম্প্রতি নববর্ষ ১৪৩১ উপলক্ষে প্রকাশিত হয়েছে শাখার পত্রিকা ‘ প্রতীতি ’ র ৪০তম সংখ্যা । প্রথম নজরেই দৃষ্টি আকর্ষণ করে নেয় তারকা শিল্পী ত্রিদিব দত্তের রবীন্দ্রময় নান্দনিক প্রচ্ছদ । এমন না হলে আর নববর্ষ সংখ্যা ? নববর্ষ মানেই তো বৈশাখ আর বৈশাখ মানেই একমেবাদ্বিতীয়ম কবিগুরু রবীন্দ্রনাথ । সম্পাদকীয়তে এমনই বহু কথা আছে লিপিবদ্ধ । সাহিত্য, সংস্কৃতি বিশেষত মাতৃভাষা বিষয়ক গরজ ও উৎকণ্ঠা যথার্থই ফুটে উঠেছে সম্পাদকীয়তে। আছে শাখা আয়োজিত ‘সকলকে একসাথে করে সমাজ সেবার মাধ্যমে মাতৃভাষায় শিক্ষা, পঠন, চলনে, বলনে ও চর্চার উৎকৃষ্ট পরিবেশ সৃষ্টি’ বিষয়ক কিছু প্রয়াসের কথা। ভেতরে কবিতা, গল...