শেষের স্বপ্ন হে নুতন - আমার - ‘কেবলই ছবি, শুধু পটে লিখা’ আজ তুমিও তো পুরাতন। মনে আছে কি আর ? সেদিন নতুন আবেশে পাশেই আমি - দিবস দুই। আকালের সন্ধানে থাকা এতগুলো বছরে - সেদিনই তো বৃষ্টি নেমেছিল অঝোর ধারায় । বৃষ্টিভেজা শীত দুপুরে উত্তাপ শুধু উত্তাপ - সেই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো ? এর পরেই তো প্রতি রাতে মৃগয়ার শেষে কিংবা সারা অবেলায় স্বপ্ন দেখার শুরু - একদিন প্রতিদিন। আবার একদিন এমনি করেই - সমাপনে দূর বহুদূরে, দৃষ্টি অগোচরে অঙ্গ শোভায় মানস যাপনে - তোমার অবস্থান। সুখে থেকো হে ক্ষণিকের প্রতিবিম্ব । - - - - পুনঃশ্চ , আবার হবেই দেখা অন্যখানে , দিবাবসানে। বর্ষশেষের বিদায় ক্ষণে কিংবা আরেক নতুন সূর্যোদয়ে, নববর্ষে, নবীন হর্ষে - কে জানে কোন নতুন সুখের স্পর্শে।
স্বপ্নের ফেরিওয়ালা