ইমোজি ভালোবাসা একটি ইমোজি তোর থেকে পেতে পোড়াই যে কত কাঠখড় সে তো শুধু আমিই জানি হৃদয়ে লাগাতার ঝড়। তুই কি জানিস - তোর থেকে আসা একটি ইমোজির দাম সে তো শুধু আমিই জানি সুখে মোড়া নীল খাম। একটি ইমোজি তোলপাড় করে আমার পিয়াসী মন, একটি ইমোজি খুশিতে ভরে আমার উদাসী ক্ষণ। ছলকে উঠে আকুল হৃদয় সুখ টইটম্বুর, শোণিত ধারায় ছুটে চলে যত ভালোবাসা ঘনঘোর। তুই তো থাকিস গণ্ডি ভেতরে লোক জানাজানি ভয়ে, আমি তো প্রতিটি ক্ষণেই তোকে ভাবি মশগুল হয়ে। একটি ইমোজির পথ চেয়ে থাকি অগুনতি হা-পিত্যেশে মরেছি মরমে, জ্বলেছি শরমে আমি তোকে ভালোবেসে। কত যে কথার পাহাড় রচি তোর সাথে দিনে রাতে লোকলাজ ভয়ে চাপা পড়ে রয় ভাবী ঘাত প্রতিঘাতে। বিধিনিষেধের যাঁতাকলে আমি পথ খুঁজে না পাই ঘুরপথে তাই তোর সকাশে ইথারে পৌঁছে যাই। আমার যত না বলা কথা তোর যে হৃদয় দোলায় সেই বার্তাটি আসে ফিরে তোর একটি ইমোজি ছোঁয়ায়। এমনি করেই ভাসবো দুটিতে পুষবো মিলন আশা বলবে কথা এমনি ইমোজ...
স্বপ্নের ফেরিওয়ালা