Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১২

বিষাদ গাথা

এ কোন শরৎ - ব্যথায় গাঁথা ? আস্ত একটি বিষাদ গাথা । পশ্চিমে আজ ধ্বস্ত দুয়ার বারুদ গন্ধে বার্তা আসে ভুলুণ্ঠিত মানবতার । শিউলি গন্ধ আর আসে না ঘ্রাণেন্দ্রিয়ে , মন - মগজে মা আসবেন নতুন সাজে ?   এ কোন নদী যার চরে আজ কাশের ফুলের বড্ড অভাব বইছে নদী বইছে যদি চোখ কেন আজ হয় না মদির ? মা যদি আজ ধরাধামে পাই না কেন এদিক ওদিক ভোরের বেলার স্নিগ্ধ শিশির ?   এমন শরৎ আর আসেনি মায়ের জাতের এ হয়রানি লজ্জানত পুরুষ জাতি তুলছে মাথা অসুর জানি । এবার মা গো ফুল দেব না রক্ত দেব রাগ করো না তোমার চোখের ঝরুক ছানি ।