‘ হালিচারা ’ থেকে গল্পের চারাগাছগুলো এবার পরিণত ফসলের পথে ধাবিত হলো । মঞ্জরী হীরামণি রায় - এর গল্প যত পড়া হয় ততই অবাক হতে হয় । একটি পড়ে শেষ হতেই আরেকটি পড়ার আগ্রহ জন্মে যায় স্বাভাবিক ছন্দে। হালে ২৮ টি অনবদ্য গল্প নিয়ে প্রকাশিত হলো তাঁর নবতম গল্প সংকলন ‘ঝিঁকা’। এবং কী আশ্চর্য প্রতিটি গল্পের শেষে, মনে ভাবনার ঝিঁকাটি অবশ্যম্ভাবী রূপে অনুভূত হলো। গল্পের ভেতরে পরতে পরতে ভাবনার এমন বিস্তৃত প্রকাশ খুব কমই দেখতে পাওয়া যায়। ভাষায়, শব্দে, বিষয় বৈচিত্রে, স্থানীয় ভাষার ব্যবহারে, সহজ সাবলীলতায়, আন্তরিক সংলাপে, প্রাসঙ্গিক অবসরে প্রকৃতির যথার্থ রূপ বর্ণনায় প্রতিটি গল্প পাঠককে পঠনসুখের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। মোট ১৭৬ পৃষ্ঠার এই সংকলনে ২৮ টি ভিন্ন স্বাদের গল্প সন্নিবিষ্ট হলেও কোথাও যেন গ্রথিত হয়ে আছে এক আপাতঃ অদৃশ্য সুতোর বাঁধনে। তলিয়ে দেখলে দেখা যায় সেই অদৃশ্য বাঁধনটি অন্য কিছু নয়, গল্পকারের অদ্যাবধি প্রকাশিত প্রায় প্রতিটি গল্পের সেই সামাজিক দায়বদ্ধতারই সূত্র। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের একেবারে অন্দরমহলে বিচরণ করে পাকা জহুরির মতো তুলে এনেছেন গোঁড়ামি ও সংকীর্ণতার জ্বলন্ত সমস্যা ও তার...
স্বপ্নের ফেরিওয়ালা