ব্লার্বগুলো খালি যদিও স্বল্প কথায় প্রাসঙ্গিক এক ভূমিকা লিখেছেন কবি জয়ন্তী দত্ত । সেখান থেকেই জানা যায় - ‘ এ পর্যন্ত সব মিলিয়ে প্রায় ১৭ টি বই প্রকাশ করেছেন । কোলকাতা সাহিত্য একাডেমি থেকে গল্পকার হিসেবেও স্বীকৃতিপ্রাপ্ত …… । ’ কবি শিবানী গুপ্তের আলোচ্য কাব্যগ্রন্থ ‘ কবিতার শব্দ ছুঁয়ে ’ প্রকাশিত হয়েছে সম্প্রতি । গ্রন্থের শেষ প্রচ্ছদে তিনি লিখছেন - ‘ কবিতার শব্দ ছুঁয়ে ’ কাব্যগ্রন্থটি আমার সপ্তদশ রচনা । ইতিমধ্যেই আমার গল্প গ্রন্থ - কর্ডলেস , পঞ্চতপা , একটু তৃষ্ণার জল , ছড়া গ্রন্থ - ফুল কুঁড়ি , প্রবন্ধ গ্রন্থ - আলোর রোশনাই , সিলেটি কাব্যগ্রন্থ - সিলেটি বারোমজা , একটি লিমেরিক ও দুটি পঞ্চবাণ কাব্যগ্রন্থ এবং অণু কবিতা গ্রন্থ - অণু কবিতার অঞ্জলি প্রকাশিত হয়েছে … । ’ সার্বিক সাহিত্য নিয়ে এই বিশাল কর্মকাণ্ডের শেষতম প্রকাশ আলোচ্য কাব্যগ্রন্থটি । সম্ভবত এটিই তাঁর পৃষ্ঠাজোড়া বা পৃষ্ঠা পেরোনো কবিতার প্রথম সংকলন । দীর্ঘ দিন ধরে কবিতা লিখে চলেছেন শিবানী । এতদিন ধরে লিখে গেলে যে কারোরই লেখার ধাঁচ , মান , শৈলী পালটায় । সেই পরিবর্তনের ধারা মেনেই আলোচ্য কাব্যগ্রন্থে সন্নিবিষ্ট কবিতাগুলি কবির পূর্...
স্বপ্নের ফেরিওয়ালা