হাসপাতালে মৃত্যুর মুখোমুখি শুয়ে কী ভাবছিলে তুমি সুরঞ্জনা ? নদী থেকে তোমার উত্তরণ ? নাকি তুমি থেকে নদী ? এই যে নদীর সাথে তোমার সখ্য এই তো তোমার পরিচয়। তোমারও তো প্রবহমান জীবন আমৃত্যু কলকল ছলছল। পাহাড় ছাড়িয়ে সাগর পথের জলোচ্ছ্বাস বাঁধতে পেরেছে কেউ কখনো ? তোমার পথেও খড়-কুটো সব জ্বলতে চেয়েও নিভেছে ব্যর্থ তুবড়ির মতো। এমনি জীবন বাঁচে জলে - অলক্ষ্যে - চরাচরের বৃক্ষ , মানব , তামাম সৃষ্টি যত এবার জীবন জোড়া যোগবিয়োগের হিসেবনিকেশ সুরঞ্জনা- তুমি নদীর গানেই প্রতিষ্ঠিত সত্য। মোহনা আর হাসপাতাল আজ ছন্নছাড়া একাকার আবার আসিবে ফিরে , সুরলহরে ফের ওই নদীরই নামটি ধরে ভাসিয়ে বিশ্ব ভালোবাসার সুখ প্লাবনে।
স্বপ্নের ফেরিওয়ালা