Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক বজ্রকণ্ঠ আগরতলা ১০-০৬-২০২৪

অনুভবী যাপনের সার্বিক প্রকাশ ‘সিথান’

গল্প , কবিতা , উপন্যাস - সব মিলিয়ে বেশ ক ’ টি গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে । সম্প্রতি হাতে এল তাঁর কাব্যগ্রন্থ ‘ সিথান ’ । ‘ শিথান ’ শব্দের বানানভেদ । ক্লান্ত দিনের শেষে রাতের ঘুমন্ত মস্তিষ্কের নিশ্চিন্ত আয়োজন । প্রয়োজনও বটে । নারায়ণ মোদক । যতটা না কবি কিংবা লেখক তার চাইতে বেশি তাঁর সম্পাদক পরিচয়। বছরে তিন তিনটি নিয়মিত সাময়িকীর সম্পাদক। এর পরেও তিনিই কবি কিংবা লেখক হতে পারেন যাঁর মজ্জায় রয়েছে সৃষ্টিসুখের উল্লাস। এমনই সৃষ্টিময়তার এক বিচিত্র বাখান ‘সিথান’। বিচিত্র অর্থে এখানে কবিতার পঙ্‌ক্তিবিন্যাসের কথাই মূলত বলা হচ্ছে। আপাতপঠনে মনে হতে পারে গদ্য ভেঙে সৃষ্ট একেকটি কবিতা। বাক্যশেষের যতিচিহ্ন তাই অগোছালো মনে হতেই পারে। কিন্তু পাঠশেষে কাব্যসুষমা ষোলোআনা খেলা করে পাঠকহৃদয়ে। কবিতা পাঠের অনুভূতিই জুড়ে বসে অন্তরে। এও এক বিচিত্র কাব্যরূপ বটে। ৬০ পৃষ্ঠার কাব্যগ্রন্থে রয়েছে ৫১ টি কবিতা। বলতে গেলে একটি জীবনকেই যেন কবিতায় অঙ্কিত করে রাখা হয়েছে এখানে। যাপন পথের যাবতীয় সুখ দুঃখকে এক মলাটে পঙ্‌ক্তিবদ্ধ করার এ প্রয়াস নিঃসন্দেহে বিশিষ্টতার এক প্রতীক। এমনকি পূর্বজদের পথ চলা থেকে শুরু করে শেষের ...