Skip to main content

Posts

Showing posts from March, 2022

বোগেনভেলিয়া ফুটেছে

বোগেনভেলিয়া ফুটেছে   মূল অসমিয়া গল্প - বোগেনভেলীয়া ফুলিছে - রুমী লস্কর বরা অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী   - কোথায় যাচ্ছ ? সুশান্ত চলিহার প্রশ্নটি বেলি বোধহয় শুনলো না । পুত্রবধূ বেলির এই শান্ত , সমাহিত রূপ আগে কখনো দেখেননি চলিহা । সেজন্য চলিহা ভেতরে ভেতরে অবাক হওয়ার সাথে সাথে চিন্তিতও হলেন । এবার তিনি প্রয়োজনের চাইতে উচ্চস্বরে কথাটি বউকে পুনঃ জিজ্ঞেস করলেন - ‘ কোথায় যাচ্ছ বেলি ? ঘরের প্রবেশপথ কখনই পেরিয়ে এলাম । ’ উদাস উদাস ভাব নিয়ে গাড়ি চালাতে থাকা বেলি শ্বশুরের প্রশ্নে চমকে ওঠার মতো করে জোরে ব্রেক কষে দিল । সুশান্ত চলিহা সামনে হেলে গিয়ে আবার বসে থাকা সিটে নিজে থেকেই ঠেস খেয়ে বসে গেলেন । এক হাতে গাড়ির সামনের দিকে ভর দিয়ে খুক খুক করে কাশতে শুরু করলেন । বেলি ব্যস্ত হয়ে পড়ল । - কী হলো ? কী হলো বাবা ? শরীর খারাপ লাগছে নাকি ? - না না । তোমার কিছু হয়েছে নাকি ? ঘরে ঢোকার রাস্তাটি কখন ছেড়ে এলাম বুঝতে পারলে না ? কথাটি কী ? কাশতে থাকার মাঝে সুশান্ত চলিহা কথাটি বউকে জিজ্ঞেস করলেন । বউ প্রথমবারের মতো শ্বশুরকে অবাক করে বিনম্রভাবে বলল - - বুঝতে পেরেছি বাবা । আজ আপনাকে নগরটির