আমার অন্তরে সেই ভাষা যেখানে আমার শেকড় আছে , যেখানে শেকড়ের ভাষা আছে । আছে সকাল বেলার ব্যথা আছে দিনমানের অগুনতি সব কথা , আছে গভীর রাতের পদ্মা মেঘনা ক্ষণ । আমার মননে সেই ভাষা আমার মন পড়ে রয় নিশি দিন , যে ভাষাতে সুখের আঁতুড় ঘর । আমার হৃদয়ে সেই ভাষা আমার বিশ্বাসে সেই ভাষা যে ভাষাতে অতীত সাদা কালো মাঝপথে আজ সঘন হারাই খেই। আমার সত্তায় সেই ভাষা কালের স্রোতে জীবন যাপন বেলা । উর্বর সেই ভাষা য় বাজে সুর মহাজীবনের আত্মত্যাগের গাথা একুশের সেই শহিদ-বিষাদ সুর।
স্বপ্নের ফেরিওয়ালা