বন্ধুত্বের জয়গান বন্ধু শুধু তোমার জন্য শব্দের জাল বুনি - একেকটা দিন এমনি আসে তোমারই গান শুনি । বন্ধু শুধু তোমার জন্য গান , কবিতা রচি - শুধু তোমায় দেখব বলে প্রতিটি পল বাঁচি । বন্ধু শুধু তোমার জন্য মন - জানালা খুলি , সাধ্য আমার কোথায় বলো তোমায় ক্ষণিক ভুলি ? বন্ধু শুধু তোমার জন্য পথের পানে চাই বন্ধুত্বের জয় গান তোমার তরেই গাই । বন্ধু শুধু তোমার জন্য কান্না হাসির খেলা , সেই খেলাতেই কাটছে আমার সারাটা দিন - বেলা । বন্ধু শুধু তোমার জন্য হৃদয় - দুয়ার খোলা , তোমার দেখা পেলেই লাগে এই হৃদয়ে দোলা । বন্ধু শুধু তোমার জন্য বাঁচতে আমি রাজি তোমার জন্য গাঁথব মালা সাজাই আমার সাজি । বন্ধু তোমার অপার স্মৃতি রাখব যতন করে , মিলন মেলায় মিলব দু ' জন - দেখব দু ' চোখ ভরে ।
স্বপ্নের ফেরিওয়ালা