কোথায় আছো বাতিঘর ? বহুদিন চিঠি লিখিনি তোমাকে আজ আবার এসেছি সেইখানে - মনে আছে ? আমার তখন দু ' নৌকোয় পা। দুই দেশের কাঁটাতারহীন সীমা " যাবো ?" - তোমার উদ্বেগ " না না , যেয়ো না"। আমার বুকের অন্তরতর প্রদেশে হাপরের ওঠানামা। আমি তখন রাজসিঁড়িতে বসা , তুমি বন্ধু সকাশে - অপেক্ষমান সবান্ধব তোমার ছবি - ব্যতিক্রমী। ছবি থেকেই শুরু যে অধ্যায় তার পালকে নতুন সংযোজন। এবার আমি কোথাও ঘুরতে যাব না। বুকে ব্যথা নিয়ে , চোখে স্মৃতি নিয়ে আর যাই হোক , আনন্দ আসে না , আসে শুধু সমুদ্র সৈকত জুড়ে বাতিঘরের আলোকছটায় রাতের নৈঃশব্দ্য , শূন্যতার হাহাকার অপ্রেমে আশাহীন নিকষ অন্ধকার।
স্বপ্নের ফেরিওয়ালা