Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৬৯

একটি গোলাপ ও অনাকাঙ্ক্ষিত সন্ধ্যা

কোনো এক অপ্রিয় সন্ধ্যায় ঝরেই তো যাবে গোলাপ। কালের নিয়মে একে একে ঝরেই যাবে কত কত সব গোলাপ। তবু কিছু গোলাপ মন কাড়ে, প্রাণ টানে ঝরতে দেওয়া যায় না তাকে। কিছু দিনাবসান অনন্ত কষ্টময় ঝরা গোলাপের বেদনা পোড়ায় হৃদয়।   কিছু গোলাপ সুবাস ছড়ায় দূরান্তে সীমানা ছাড়িয়ে প্রজন্মে প্রজন্মে কিছু গোলাপের বেঁচে থাকতে হয় রং রূপ রসে আবেশ ছড়াতে আবিশ্বে।   রোজই তো এক সন্ধ্যা নামে নিক্তি ধরে সময়ের নাহয় নাই বা আসুক একটি সন্ধ্যা আজ নাহয় আরেকটি দিন পাপড়ি মেলে ছড়াক সুবাস বিশ্বময় একের পর এক ‘আরো একটি দিন’।   গোলাপ, তুমি ঝরো না গো আজ শোভায় তোমার দীপ্ত চরাচর। আজ আমাদের গন্ধবিধূর ক্ষুদ্র বসুন্ধরায় প্রজ্ঞা ছড়াও গুলবাগিচায় আগেরই মতো। আমরা তোমার গরবে আজন্ম গরবিত নাহয় একটি সন্ধ্যা আরেকটু হোক প্রলম্বিত।