Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩২২

প্রিয় কবি

সুশান্তদা বাড়ি আছেন ? জানি বাড়ি নেই , তবু - এভাবেই বলতে ইচ্ছে হয়। কলেজ রোডের সেই মায়াবী মোড় যেখানে কাটিয়েছি মূল্যবান কিছু কাল উচ্ছল যৌবন জল তরঙ্গ বিধৌত। সুশান্তদা তখন পরিচিতির বাইরে আজ আবার যখন সেই মোড়ে দাঁড়িয়ে আছি একা , তাকিয়ে আছি কলেজের দিকে স্মৃতির সরণি বেয়ে , সুশান্তদা তখন হায়দরাবাদে হয়ত কোনও এক ঝলমলে প্রেক্ষাগৃহে আন্তৰ্জাতিক কবিতার আসরে কবিতা পাঠে মগ্ন - কিংবা গল্প গুজবে পাঠক পাঠিকা পরিবেষ্টিত , এবার মঞ্চে উঠবেন , মিষ্টি মধুর সম্ভাষণে ছড়িয়ে দেবেন আন্তরিকতার ছোঁয়া। এই তো আমাদের সুশান্তদা এই তো আমার কলেজ স্কোয়ার।   ওই তো আমার প্রথম প্রেম - আমার কলেজ জীবন - প্রথম ক্লাস কেমিস্ট্রি ক্লাসে সশব্দ বোমাবাজির বুক ধুকপুক ভ্রমবিলাস। শেষে ব্রহ্মচারী কবি স্যার এসে কবিতায় কবিতায় অপার প্রশান্তি।   ওই তো সেই পথ - যে পথে আটকে যেত অবাধ্য চোরা চোখ - কারা যেন হেঁটে যেত কায়াময় মায়াময় আর প্রান খুলে কথা হতো - শেকড়ের কথা - বন্ধু সুমিত্রা এক টুকরো স্বস্তি সুখ , মরুজল।   সুশান্তদা কোথায় আছেন আজ ? কবে ফিরছেন শহর শিলচর ?