উত্তরপূর্বের এবং বিশেষ করে বরাকের সমকালীন কবিতাভুবনে যে কয়েকজন কবি তাঁদের কাব্যপ্রতিভায় নজর কাড়তে সক্ষম হয়েছেন তাঁদের মধ্যে সুদীপ ভট্টাচার্য অন্যতম। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘পোড়া অক্ষর দিল ডানা’। ব্যতিক্রমটা যে গ্রন্থনামেই বিদ্যমান তা অনুধাবন করা যায় সহজেই। সুদীপের কবিতা নিয়ে লেখক সম্পাদক নারায়ণ মোদক তাঁর শুভেচ্ছা বার্তায় লিখছেন - ‘…প্রচণ্ড দাবদাহে চৌচির মৃত্তিকায় হঠাৎ বায়ুকোণে যে ঝড়ের আভাস, ছিটেফোঁটা বৃষ্টি সিক্ত করছে সাহিত্যের অঙ্গন তাদের মধ্যে সুদীপ ভট্টাচার্য অন্যতম। ...সুদীপের সৃষ্ট পঙ্ক্তি কালের স্রোতে ভেসে যাবার মতো নয়। কালের গতি রোধ করে হৃদয় জুড়ে তার উপস্থিতি বর্তমানে যেমন আছে তেমনি ভবিষ্যতের গর্ভেও তা স্থায়ীভাবে প্রস্ফুটিত হবে - এ আমার দৃঢ় বিশ্বাস...।’ সুদীপের কবিতা কেমন ? বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুমন গুণ তাঁর আলোচনায় লিখছেন - ‘...মন্দ্র সরলতা সুদীপ ভট্টাচার্যের কবিতার সম্পদ ...কথার মধ্যে তির্যক কোনও আহ্বান প্রশ্রয় দেন না তিনি। চিত্ররূপময় জীবনের জন্য তাঁর আসক্তি আছে, আরাধনাময় আমন্ত্রণ আছে...। বিভ্রান্ত সময়েও তিনি বিশ্বাস রাখেন শুদ্ধতায়, নির্মলতায়...।’ -...
স্বপ্নের ফেরিওয়ালা