Skip to main content

Posts

Showing posts from October, 2020

নাগাল্যাণ্ডের বাংলা সাহিত্য চর্চায় ‘একা কুম্ভ’ দেবাশিস দত্ত

নাগাল্যাণ্ডের বাংলা সাহিত্য চর্চায় ‘ একা কুম্ভ ’ দেবাশিস দত্ত সেই রবীন্দ্রনাথ , সেই নকল বুঁদিগড় আর সেই একা কুম্ভ । আজ যেন আমাদের খুব কাছে এমনি এক হুবহু পটভূমি। এক সেই বিশ্বকবিরই একনিষ্ঠ এক নীরব পূজারী, নকল বুঁদিগড়েরই মতো আমাদের প্রতিবেশী এক রাজ্য নাগাভূমি বা নাগাল্যাণ্ড আর সেই একা কুম্ভেরই মতো এই নাগাভূমির বাংলা চর্চার একমেবাদ্বিতীয়ম কবি, সাহিত্যিক, প্রবন্ধকার  শ্রী দেবাশিস দত্ত। ধর্মমূলক ছবির বদলে যাঁর বৈঠকখানার মূল বহির্গমন দরজার উপরে স্রোতের বিপরীতে সসম্মানে স্থান করে নিয়েছেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র - সাহিত্যে তাঁর আত্মোৎসর্গ সহজেই অনুমেয়। সাহিত্য চর্চার স্থান এই বৈঠকখানার বাকি দেয়াল অবধারিতভাবেই রবীন্দ্রময়। মুখোমুখি দুই দেয়ালে সরলরৈখিক অবস্থানে বিরাজিত আছেন সুকান্ত ও সত্যজিৎও। বলতে গেলে রবীন্দ্র ছায়ায় আচ্ছাদিত এই নিবেদিত প্রাণ সাহিত্যিক কী অসীম একাগ্রতায় যে সাহিত্যের এই অখ্যাত, নির্জন ভুবনে বসে রচনা করে চলেছেন অফুরন্ত সব প্রাণবন্ত সাহিত্য, গভীরে প্রবেশ না করলে তা বুঝার উপায় নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নাগাল্যাণ্ড নামের এই রাজ্যে – বাংলা ও বাঙালি যেখানে সংখ্য

স্বপ্ন সফর

স্বপ্ন সফর   কিছু স্বপ্ন শৈশব বা কৈশোর থেকেই আমাদের অন্তরে গেঁথে যায় । কিন্তু তা পূর্ণ হতে দশকের পর দশক পার হয়ে যায় । তেমনই এক স্বপ্ন আজ জীবনের শেষার্ধে এসে পূর্ণ হলো । পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মহিমা গাথা তথা তাঁর অলৌকিক গুণাবলী খুব ছোটবেলা থেকেই শুনে শুনে তাঁর প্রতি মানসিক ভাবে আকৃষ্ট হয়েছিলাম প্রবল ভাবে । স্বভাবতই রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেওয়ার একটা সুপ্ত ইচ্ছে জন্মেছিল ভেতরে ভেতরে । কিন্তু পরবর্তীতে কোনও এক পারিবারিক কারণে মা - বাবার নিষেধের ফলে সে ইচ্ছে আর ফলপ্রসূ হয়নি । কিন্তু মনের গভীরে আমার সমগ্র সত্ত্বার এক বৃহৎ অংশ জুড়ে আজও ঠাকুর পরমহংস ও সারদা মায়ের প্রতি এক অমোঘ আকর্ষণ ও চরম ভক্তির মনোভাব বিদ্যমান । ঠাকুরের অশেষ কৃপায় আজ জীবনের অনেকগুলো পর্যায় পেরিয়ে এসে হঠাৎ করে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের ও জগন্মাতা সারদা দেবীর স্মৃতি বিজড়িত কামারপুকুর ও জয়রামবাটী দর্শনের সুযোগ পেয়ে ধন্য হলাম । ঠাকুরের জন্মস্থান , স্বহস্তে রোপিত রসাল , তাঁর বাসস্থান