Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০৬

স্বেদবিন্দু ভালোবাসা

ঘৃণাগুলো এমন করে   কেমন যেন ফিরে আসে ভালোবাসা হয়ে।   তবু কেমন খটকা লেগেই থাকে ,   এমন দানীর মতো অকাতরে   ভালোবাসা বিলিয়ে দিতে চায় না মন।   কী যে ঘৃণা - কী বা ভালোবাসা   মাঝে মাঝেই সব একাকার , অনির্দিষ্ট ,   জীবন জোড়া ঋদ্ধ মনন   নিরুপণে ব্যর্থ বারম্বার।   সব কথা কি বলতে পারি সহজ করে ,   সব ব্যথা কি ভুলতে পারি নিক্তি ধরে ?  পথের শেষের সেই যে কঠিন সৃষ্টিকথা যে পথ ধরে এই বিকেলের উদযাপন মনে কি আর থাকে সে পথ ,  দিনশেষে আসে কি সে মনন জুড়ে   রোজকার সেই ধকল শেষের স্বেদবিন্দু ধারা ?  যে পথ ধরে ঘৃণায় ভালোবাসায় সৌধ গড়ি এই দিনে আজ স্বপ্ন বাঁধনহারা।