মৃত্তিকায় রচি স্বপ্ন সপ্তম প্রহরের সপ্তসুরে সুপ্ত আমির জাগরণে উত্থান । নিদ্রামগ্ন সপ্ত সাগর নিদ্রাবিভোর বসুন্ধরা । আমার স্বপ্ন খুঁজে ফেরে হারানো সাকিন , বানভাসি সব পথ পেরিয়ে পাহাড়ি খাঁজকাটা সব সারি সারি অলিন্দ ডিঙিয়ে - উথালপাথাল ছন্দে ধরা দেয় অধরা ঠিকানা । ওই তো স্পষ্ট দিক নির্দেশ - এবার শুধুই সামলে চলা , সামনে এগিয়ে চলা । আমার শেষ পারানির কড়ি আমি অনায়াসে দিতে পারি - শুধু চাই একটুকু ঠাঁই একান্ত আমার । মৃত্তিকায় রচি স্বপ্ন মৃত্তিকায় রাখি আপন পদচিহ্ন ।
স্বপ্নের ফেরিওয়ালা