প্রাত্যহিক দিনলিপিতে একটি নিষিদ্ধ ক্ষণ আসে নিভৃতও বটে - যখন চরাচর জুড়ে জীবন্মৃতের হিসেবে , উষ্ণ নিঃশ্বাসে বেঁচে থাকে শুধু এক জোড়া অবয় ব। জীবনের স্তরে স্তরে আদল পাল্টায় সে দৃশ্যমান পরিপার্শ্ব থেকে সুচয়িত মুগ্ধতায় সরাসরি আসে বেদিমূলে। বিলাস বেদিতে নিষিদ্ধ মন্ত্রে উচ্চারিত হয় গোপন জীবন কথা - যদিদং হৃদয়ং তব…। অশান্ত মননে রোজ সিঞ্চিত হয় পূর্ণাহুতির শীতল বারি - অপ্রাপ্ত সুখের গোপন প্রাপ্তি জুড়ে, তৃষিত অবগাহনে........ নিষিদ্ধ অবয়বে। যে কথা হয় না বলা জীবন যাত্রা কালে রয়ে যায় অগোচরে অদাহ্য অস্থি-ভালে।
স্বপ্নের ফেরিওয়ালা