কে জানে কোন অজানা কুসুম কোন পথে যে ছড়ায় সুবাস। কোন অচেনা , কোন বা দেশের নাম না জানা , চোখ জুড়ানো - রাশি রাশি ফুলের সাথে ঘর করে এক মালিকায় - একত্রবাস। পড়ে থাকে নিভৃতে নিরালায় অবেলায় অনাদরে মূল্যহীন নিরাশায়। এক দিনের এ জগৎ সংসার অসার আছে শুধু নিত্যদিনের নিরাশা অপার। কুসুম জনম শুধুই যেন একরাশ অবহেলা রোজনামচায় রঙ ছড়ানো খেলা। মনে পড়ে ছিল সে এক কুসুম সহোদরা বৈভবে গৌরবে মাতোয়ারা কোন জনমের আশীর্বাদে জয়মালিকার কুসুম হয়ে হার মানা হার - গলায় দুলেছিল। বিনিময়ের মূল্য ছিল আস্ত একটি জীবন হরগোবিন্দের হাতটি ধরে অমূল্য সে ক্ষণ। ধন্য কুসুম জীবন - ধন্য সে পূর্ণ প্রাণ মহাজীবনের কণ্ঠ মালায় কুসুম মহীয়ান। তুচ্ছ কুসুম আপন গরবে নিঃশেষে সুবাস জয়তু নেতাজী জয়তু প্রাণের সুভাষ।
স্বপ্নের ফেরিওয়ালা