Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮৯

তোমার সাড়ায় বৃষ্টি ঝরে

  তোমার সাড়ায় বৃষ্টি ঝরে তুমি শুধু মেঘ হয়েই ভাসতে ভালবাসো আমার বিদ্ধ এক নজরে বৃষ্টি হয়ে এসো। চোখে তোমার অনাদি আর অনন্ত ধরা আমার সূক্ষ্ম জগৎ শুধু রুক্ষ খরায় ভরা। তোমার চোখে ব্রাত্য আমি চিরটি কাল আমার স্বপ্ন তোমায় নিয়েই টালমাটাল। নীরব তুমি সঘন মগ্ন তোমায় নিয়ে নিঃস্ব আমি তোমার মাঝে সব হারিয়ে। তোমার খেয়াল শুধুই তোমার এক্তিয়ারে আমার কথায় তোমার সাড়ায় বৃষ্টি ঝরে। গরজ তোমার আমায় নিয়ে ভাবনা জাগে হৃদয় আমার দোলেই রাগে অনুরাগে। তুমি যবে ঝরেই পড়ো আমার মুখোমুখি তোমার কথার তোড়ে আমি বড্ড যে সুখী। এমনি করে এসো আমার কল্পনা , বাস্তবে হবে ধরায় তোমার আমার স্বর্গবাস তবে।