মলাট থেকে ভেতরের শেষ পৃষ্ঠা অবধি আদ্যোপান্ত একটি নান্দনিকতা , একটি গভীর প্রজ্ঞাসঞ্জাত বোধের বহিঃপ্রকাশ যেন ছড়িয়ে রয়েছে সর্বত্র । কবি মাণিক চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ ‘ জীর্ণ পাতা ঝরার বেলায় ’ । যদিও এর পর প্রকাশিত হয়েছে কবির আরও কবিতার বই তবু আলোচ্য বইটি আলোচনায় এসে যায় অবধারিতভাবে তার কাব্যগুণ , কাব্যিক ভাবধারার সুবাদে । ব্লার্ব থেকে ভূমিকা এবং প্রতিটি কবিতায় যেন মূর্ত হয়ে উঠেছে এক নিখাদ, নিটোল কবিতা-বিশ্ব। এক এক করে এগোলে প্রথম ব্লার্বে রয়েছে আকাদেমি পুরস্কার প্রাপ্ত কবি , অনুবাদক ভক্ত সিংহ বর্ণিত পরিচিতি - ‘ কবিতা সাহিত্যের আদিমতম একটি শাখা। যখন পৃথিবীর মানুষের অক্ষরজ্ঞান ছিল না, তখনও মানুষের মনে কবিতা ছিল। এই কবিতা নিয়ে মানুষের মনে আগ্রহের শেষ নেই। বলা হয় সকল মানুষের হৃদয়েই একটি কবি-সত্তা বাস করে মানুষ তার মনের ভিতরের কোন চিন্তা-ভাবনা, আবেগ, অনুভূতিকে যখন শিল্পীত রূপে প্রকাশ করে, তখনই তা হয়ে উঠে একটি কবিতা। ...এই কাব্যগ্রন্থে সন্নিবিষ্ট কবিতাগুলোতে যেমন রয়েছে কবির জীবনবোধের অভিব্যক্তি, তেমনি অনেক কবিতায় উঠে এসেছে সময় ও সমাজের চিত্র। জীবনের নানা অনুভূতিকে কল্পনার রসে জা...
স্বপ্নের ফেরিওয়ালা