কথায় কথায় - ‘ কেন এমন হয় ?’ বিগত শতিকার শেষ দু ’ টি দশক থেকে একবিংশ শতিকার প্রথম দশক অবধি উত্তর পূর্বের যে সকল গদ্যকার দাপিয়ে বেড়িয়েছেন এ অঞ্চলের সাহিত্য আঙিনায় তাঁদের মধ্যে নিশুতি মজুমদার এক উল্লেখযোগ্য নাম । অগুনতি সাহিত্যকৃতি সৃষ্টি হয়েছে তাঁর কলম থেকে । না , থেমে থাকেনি সেই সোনার কলম আজো । কিন্তু কিছুটা অভিমানে এবং বাকিটুকু উপযুক্ত মঞ্চের অভাবে তা অনেকটাই আজ স্তিমিত । সম্প্রতি হাতে এল গুয়াহাটি ভিকি পাবলিশার্স থেকে ২০১৩ সনে প্রকাশিত তাঁর কথা সংকলন - ‘কেন এমন হয় ?’ এই গ্রন্থের পটভূমিকা জানাটা খুবই প্রয়োজনীয়। তাই লেখকের ‘প্রাক্-কথন’কেই হাতিয়ার করা সমীচীন এবং যুক্তিযুক্ত হবে বলে মনে হলো। লেখকের কথায় - “ভিকি পাবলিশার্সের ‘ব্যতিক্রম’ মাসিক পত্রিকায় সত্য কাহিনির ছায়া অবলম্বনে লেখা ‘কেন এমন হয় ?’ ধারাবাহিক প্রকাশ পেয়েছিল দুই বছরের অধিক সময় অর্থাৎ মার্চ ২০১০ থেকে জুলাই ২০১২ পর্যন্ত। সেই স্বতন্ত্র কাহিনিগুলিকে একত্র করে বই প্রকাশ করার আগ্রহ দেখিয়েছিলেন ব্যতিক্রম পত্রিকার সম্পাদক সৌমেন ভারতীয়া এবং প্রকাশক পিন্টুকুমার গুপ্ত। তাঁদের সদিচ্ছায় আজ ‘কেন এমন হয় ?’ নামের বইটি বৃহৎ পাঠক-...
স্বপ্নের ফেরিওয়ালা