Skip to main content

‘পোয়েটিক জানালায় ……’ - নীলদীপের কবিতা


পোয়েটিক জানালায় কবিতার মেঘ’ - কাব্যগ্রন্থটির এমন নামকরণ প্রথম প্রচ্ছদে চোখ রাখলেই ধন্দে ফেলে দেয় বৈকি অনুসন্ধিৎসু পাঠক এরপর দুই মলাটের ভেতর পৌঁছে গেলেই উন্মোচিত হয় রহস্য প্রায় আদ্ধেক কবিতার শিরোনামই ইংরেজিতে এবার কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা প্রকাশিত হয় এমনি অভিনব সব কাব্যিক কর্মকাণ্ড কবি নীলদীপ চক্রবর্তীর স্বভাবজাত এবং এরই জন্য তাঁর কথা কিংবা কবিতা সবেতেই ব্যতিক্রম - উৎকর্ষে ব্যতিক্রমী
ব্যতিক্রমী ভাবেই কবির এ গ্রন্থে সন্নিবিষ্ট প্রায় সব কবিতার মেঘ-এর রঙই কালো। হতাশা, দুঃখ, মৃত্যুর কাব্যিক উপস্থাপনা। পুস্পল দেব-এর স্বচ্ছ সুন্দর প্রচ্ছদ ও নামলিপি বই-এর অন্তর্নিহিত সারবত্তার সঙ্গে মানানসই। আগরতলার নান্দীমুখ প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন এ অঞ্চলের আরেক স্বনামধন্য কবি - সঞ্জয় চক্রবর্তীকে।
৪৯টি কবিতা সম্বলিত ৬৪ পৃষ্ঠার গ্রন্থটির প্রথম কবিতা থেকেই কবির ব্যতিক্রমধর্মী রচনার সঙ্গে পাঠককে পরিচিত হতে হয়। ‘পোয়েটিক জানালা’ শিরোনামে ছয়টি স্তবকে লিখা কবিতায় বিচিত্র এক ককটেল সাজিয়েছেন কবি। এক একটি স্তবকের নামও বিচিত্র - মাইকেল, হাঙ্গর, অ্যাসল্ট, লভ, সার্জিক্যাল স্ট্রাইক, স্টোভ।
আমি বঙ্কিম পা বাইকের ধারে
তুমি মাধবীলতা কলেজের গেটে
এ বাইক বন্ধুর থেকে ধার করে আনা
ভালো মানিয়েছে তোমায় মাধবীর শাড়িটিতে
(লভ)
মাত্র চারটি সারিতে কেমন যেন এক রিক্ততার আবেশকে অসাধারণ নৈপুণ্যে - রূপকে, ব্যঞ্জনায় সাজিয়ে দিলেন কবি।
এমনি সারাটি গ্রন্থ জুড়ে চমৎকার সব পংক্তির বিন্যাস। ‘ভালো’র থেকে ‘বেশি ভালো’কে বেছে নেওয়া দুরূহ কাজ। তবু কিছু কবিতার নামোল্লেখ না করলে প্রতিবেদন থেকে যায় অসম্পূর্ণ। ‘ডেথ অফ দা মুন’, ‘দ্য মিথিকেল সাগা’, ‘ভিক্টিম’, ‘গাছ নয়’, ‘উদ্‌বাস্তুর জমি জিরেত’, ‘সীমানার দু’ধারে’, ‘সৃষ্টি গাথা’ আদি কবিতা ভাবতে বাধ্য করে পাঠককে - তার বিষয় বৈচিত্রে, তার ফর্মাট, তার শৈলীতে।
একজন কবি তাঁর জন্মভূমি, বাসভূমির মাটি জলে বেড়ে ওঠেন বলেই কবির জন্ম উপত্যকার ভিন্ন ভিন্ন পরিবেশ এসে ধরা দেয় কবিতায়। নীলদীপের কবিতায় তাই উজান আসামের পরিবেশজনিত ভাব, ভাষা, সমাজের নানা উচ্চারিত শব্দসমূহের সঠিক উল্লেখ ঋদ্ধ করে কবিতাকে। আসে কাকপথার থেকে অগ্নিগড়ের বাখান। আটপৌরে জীবনের রোজনামচা কবিতায় ধরা থাকে অন্তর্নিহিত ছন্দ ও ব্যঞ্জনার চমৎকারিত্বে -
আমি কাটি পুরোনো কাস্তে দিয়ে
হেলে দুলে পড়া কালো কালো জোহা ধান
 
আমি কাটি দিন, কাটি রাত - নিদ্রাহীন।
 
স্কুলের মাইনে দি,
মায়ের ওষুধ আনি শেষ সন্ধ্যায়।
 
পুরোনো কাস্তে ঝোলে, বাঁশের দেয়ালে
ধ্রুপদী নাচে তেলচিটে গামছার ছায়া
নেশা গন্ধে কাটে বাবার অলীক রাত
কাশির ঘোরে মা অনর্গল বকেন -
অস্পষ্ট মনসা মঙ্গল থেকে বড়ুচণ্ডিদাস।
(কবিতা - রোজনামচা)।
কবিতায় একদিকে যেমন উচ্চারিত হয় দেশ ও সমাজে অপ্রাসঙ্গিক ও লুপ্তপ্রায় মার্ক্সবাদের বহু ব্যবহৃত আনুষঙ্গিক শব্দাবলি - কাস্তে, বাঁকা চাঁদ, কিউবা, কাস্ত্রো, চে - অন্যদিকে দেশ ও সমাজ জুড়ে অপ্রাপ্তি, অ-সুখের দুঃখবোধে ঝরে পড়ে শ্লেষ
আমি তার সুদিনের বন্ধু
আমি তার রাষ্ট্র প্রেম গান
শাসকের উল্লসিত সুরে
আহা দেশ। মায়ের সমান।
 
কালো হাত ভাঙা শিরদাঁড়া
কালো অর্থে যমুনা পুলিন
বেধড়ক মৃত্যু লিখে দাও
অহো রাষ্ট্র। তোমার অধীন
 
পাঁজরের জিরজিরে হাড়ে
রাষ্ট্র মাখো বসন্ত আবির
উল্লসিত জাফরান রং দিয়ে
বাহ্‌ দেশ। গড়ো নষ্ট নীড়।
(কবিতা - হোলি)।
দুঃখবোধ, শ্লেষ ঝরে পড়ে দেশভাগ নিয়েও একাধিক কবিতায় -
‘... মেঘনায় বরাকের পালতোলা তরী
নববর্ষ বারতায় রঙিন আকাশ
কাঁটাতারের দু’দিকেই স্বপ্নভরা চোখ
সুফিয়া কামাল নাকি জীবনানন্দ দাস ?’
- তবু কোথাও প্রতিবাদী হতে এগিয়ে আসেননি কবি, অধরা সমাধানসূত্র। কবির যাবতীয় কবিতায় ফিরে ফিরে এসেছে প্রেম, বেদনা, মৃত্যুর বিভীষিকা। শেষ কবিতা ‘প্রেম যেন এক রেল স্টেশন’-এ এক অনবদ্য প্রেমের ছবি একেছেন কবি - একেবারেই ব্যতিক্রমধর্মী বিন্যাসে। মৃত্যু সঞ্জাত একাধিক ভাবনাবিধুর কবিতা এ গ্রন্থের একটি বিশেষ দিক। উল্লেখযোগ্য - ম্যানিয়াক, হ’লি ডিপ, রিড টু ডাই, উল্টোপিঠ, যাপন, সমুদ্র উল্লাস, বসন্ত সৈনিক এবং আরোও বেশ ক’টি।
হয়তো তারই সূত্র ধরে পোয়েটিক জানালায় কবিতার কালো মেঘ দেখতে পান বা দেখাতে চেয়েছেন কবি। কিন্তু পাঠক মনে প্রশ্ন জাগতেই পারে - আজ মেঘের রঙ কি শুধুই কালো ?
আছে ভাষা জননী নিয়েও দু’টি কবিতা। আছে অপরাধ, অপকর্মে বিধ্বস্ত অন্তরকে জাগিয়ে দেওয়ার মতো একাধিক কবিতা, একাধিক কাব্যময়তার পংক্তি -
‘...কিশোরীর কাঞ্চন শরীর অস্ত যেতে থাকে
নদীটির পশ্চিম শরীরে
অষ্টমী স্নানের মোহনায় ফুটে থাকে
বসন্ত কিশোরীর পদচিহ্ন।’ (কবিতা - হ’লি ডিপ),
 
‘...এখনো অটুট আছে ফাগুনের
ধুলোময় খালি পায়ে হাঁটা
সাজি আছে ধুতুরার সাথে
জলে দুধে পূর্ণপাত্রখানি
এখনো অটুট আশা - দেহ ক্লিষ্ট উপবাসী তবু
বুকে বোঝা শিবলিঙ্গ -
সংসারের স্বপ্ন টেনে আনা’ (কবিতা - দ্য রিচুয়েল),
 
‘...মহাবোধি শ্যামলিমা, পাতা সাজ ইতিহাসে লেখা -
মরমী ক্লান্ত ডানায় আছে ফুটে সেই কষ্ট রেখা
 
সকলেরই পাতা দিয়ে ঘর, সব ঘরে ভাঙা ডালপালা
সব ঘরে ভয় পাখি ওড়ে, এই হল শেষটুকু বলা।’
(কবিতা - বাসার গন্ধ)।
বেশ কিছু বানান ভুল রয়ে গেছে গ্রন্থে। তবু সকলেরই পাতা দিয়ে ঘর, জানালায় মেঘে মেঘে আছে দুঃখ - আছে মৃত্যু ...... কেমন এক ঘোর লাগা আবেশে এভাবেই শেষ কথাটি বলেন কবি - ব্যঞ্জনায়, কবিতার স্নিগ্ধ বিন্যাসে।

 

বিদ্যুৎ চক্রবর্তী।

‘পোয়েটিক জানালায় কবিতার মেঘ’

নীলদীপ চক্রবর্তী
মূল্য - ১৩০ টাকা
যোগাযোগ - ৯৪০১১০১৬৪৩

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...