Skip to main content

কবির মজলিশ-গাথা


তুষারকান্তি সাহা
 
জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান  তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ছায়াতরুসাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে শুকতারায়৷ এরপরদৈনিক যুগশঙ্খপত্ৰিকারসবুজের আসর’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷
নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ), ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য), একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ), প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন), জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন গাবুদার কীৰ্তি৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া, কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন বেশ কটি নাটক৷ মঞ্চায়নও হয়েছে সেগুলো৷ উল্লেখযোগ্য - রতন (পোষ্টমাষ্টার), উপেন (দুই বিঘা জমি) ও মিনি (কাবুলিওয়ালা)৷ এর বাইরেও যেসব পত্ৰপত্ৰিকায় কিংবা সংকলন গ্ৰন্থে তাঁর রচনা প্ৰকাশ পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ সংবাদ, প্ৰতিক্ষণ, স্বাধীনতার অন্যকথা (কলকাতা), বৰ্ণমালা (বৰ্ধমান), অনুবাদ পত্রিকা (কলকাতা) ইত্যাদি৷ অসমিয়া কাগজে কলাম লিখেছেন নিয়মিত৷ তাঁর লেখালেখি নিয়ে আলোচনা বেরিয়েছে দেশ, দহনকালের কথকতা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে৷ দেশ বিদেশের বহু পত্ৰিকায় বেরিয়েছে শতাধিক লেখা৷ বৰ্তমানে ত্ৰিপুরায় এবং আসাম বিশ্ববিদ্যালয়ে যথাক্ৰমে প্ৰাবন্ধিক ও কবি সৌম্যদীপ দেব ও তীৰ্থঙ্কর চক্ৰবৰ্তী তাঁর লেখার উপর কাজ করছেন৷
একাধারে একজন কবি, সাহিত্যিক, অনুবাদক, সম্পাদক, আবৃত্তিকার ও নাট্যশিল্পী তুষারকান্তি বিগত দুই দশক ধরে সম্পাদনা করে চলেছেন নিয়মিত প্ৰকাশিত সাহিত্য বিষয়ক ছোট পত্ৰিকা মজলিশ সংলাপ৷ এ যাবৎ এই পত্ৰিকার ১৫৭টি সংখ্যা প্ৰকাশিত হয়েছে, যা উত্তরপূৰ্বের সাহিত্যাকাশে এক উজ্জ্বল তথা ব্যতিক্ৰমী প্ৰয়াস৷ সাহিত্য ক্ষেত্ৰে উল্লেখযোগ্য অবদানের ফলস্বরূপ তিনি ২০২১ সালে পেয়েছেন অসম সরকারের সাহিত্য পেনশন৷
 
মজলিশ সংলাপ
 
একটি ছোটপত্ৰিকার প্ৰায় ২০ বছর ধরে নিরবচ্ছিন্ন প্ৰকাশ সাধারণ কথা নয়৷ কোনও একজনের প্ৰয়াসে একটি ছোটপত্ৰিকার ধারাবাহিক প্ৰকাশ সম্ভব নয় কদাপি৷ একাধিক সংস্কৃত প্ৰাণের যৌথ প্ৰচেষ্টাই পারে একটি ছোট পত্ৰিকাকে দীৰ্ঘদিন ধরে সমক্ষে বাঁচিয়ে রাখতে৷ ঠিক এমনই এক আবহে আজ থেকে প্ৰায় ২০ বছর আগে, ২০০৪ সালে গুয়াহাটির কয়েকজন সাহিত্য-অন্ত ব্যক্তির সমবেত উদ্যোগে অঙ্কুরিত হয়েছিল ২০/৮ ডিমাই সাইজের ফোল্ডার সদৃশ একটি পুস্তিকা৷ সাকুল্যে আট পাতা৷ দাম দুটাকা৷ তখনকার দিনের লিটল ম্যাগাজিনের পোড় খাওয়া তথাকথিত অভিজ্ঞ সম্পাদকরা হয়তো মুখ টিপে হেসেছিলেন আড়ালে৷
কিন্তু না, মুখ থুবড়ে পড়েনি এই প্ৰচেষ্টা৷ কারণ এর স্ৰষ্টাদের অন্তরে প্ৰত্যয় ছিল৷ ছিল আবেগ, ‘সাগর-বাসনা৷ সেই আবেগ, সেই গরজের ধারাবাহিক উত্তরণ ও টিকে থাকার লড়াইয়ে মাথা উঁচু করে নিজের অস্তিত্বকে সগৰ্বে প্ৰতিষ্ঠিত করার অসাধ্য সাধনের নামই হচ্ছে মজলিশ সংলাপ৷ আজ অবধি মোট ১৫৭টি সংখ্যা বেরিয়েছে এই পত্ৰিকার৷ বছরে চারটি সংখ্যার ধারাবাহিকতা হয়তো সব সময় রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি কোভিডজাতীয় বিঘ্নিত সময় তথা অন্যান্য বাধ্যবাধকতার জেরে কিন্তু মজলিশ সংলাপকে শুধু সংখ্যা দিয়ে বিচার করাও যাবে না৷ বিষয়বৈচিত্ৰে্, ভাবনায়, গুণগত মানেও ধারাবাহিকতা বজায় রাখতে একশো ভাগ সমৰ্থ হয়েছে পত্ৰিকা৷ ভুবনচিন্তার গণ্ডি পেরিয়ে মজলিশ-এ সন্নিবিষ্ট হয়েছে ভিন্ন ভিন্ন প্ৰান্তের কবি লেখকদের রচনা যদিও সবচাইতে বেশি করে উল্লেখযোগ্য যে কথাটি তা হল এই ব্ৰাত্য ভুবনের কবি লেখকরাই কিন্তু মজলিশ-এর মূল আকর৷ এই ক্ষেত্ৰটিকে আজকাল অনেকেই গুরুত্ব দিচ্চেন না৷ আঞ্চলিকতা গুণ অনেকেই পরিহার করে চলেছেন৷ মজলিশ সংলাপএখানে ব্যতিক্ৰম৷
অভিজ্ঞ সম্পাদক তুষারকান্তি সাহাই আজ এই পত্ৰিকার কেন্দ্ৰবিন্দুতে বসে তাঁর অভিজ্ঞতার নিরিখে নিরন্তর জল সিঞ্চন করে চলেছেন এই বৃক্ষ-পত্ৰিকার গোড়ায়৷ জন্মলগ্নে জড়িত কিছু মহাপ্ৰাণ ব্যক্তি এখনও ভরসার হাত বাড়িয়ে রেখেছেন বাইরে থেকে যদিও পত্ৰিকার মূল প্ৰাণশক্তি যে এই সম্পাদক তা অস্বীকার করার উপায় নেই৷ এ যাবৎ এই পত্ৰিকায় ৪টি ধারাবাহিক উপন্যাস প্ৰকাশিত হয়েছে৷ এর মধ্যে রয়েছে বিশিষ্ট লেখক মানিক দাসেরও ঝিঙেফুল বলো তারে’, সজল পালেরহাজার কণ্ঠে মা৷ দুটি উপন্যাসই পরে গ্ৰন্থাকারে প্ৰকাশিত হয়েছে৷ এছাড়াও প্ৰকাশিত হয়েছে প্ৰয়াত লেখক শান্তিময় দেবনাথ তথা বিশিষ্ট সাহিত্যিক ঝুমুর পান্ডের দুটি উপন্যাসও৷ এর বাইরেও বিশিষ্ট যেসব কবি লেখকদের লেখা এখানে প্ৰকাশিত হয়েছে তার মধ্যে রয়েছেন তমাল বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, সত্য গুহ, অমিয় বন্দ্যোপাধ্যায়, শৈলেন সাহা, বিকাশ সরকার, সঞ্জয় চক্ৰবৰ্তী, বিমলেন্দু চক্ৰবৰ্তী, চন্দ্রিমা দত্ত, মিলনকান্তি দত্ত, অভীককুমার দে, পবিত্ৰ মুখোপাধ্যায়, রূপরাজ ভট্টাচার্য, রমানাথ ভট্টাচাৰ্য প্ৰমুখ৷
সগৌরবে আরও বহু দূর এগিয়ে যাবে মজলিশ সংলাপএমন বিশ্বাস অকপটেই স্থান করে নেয় অন্তরে৷

বিদ্যুৎ চক্রবর্তী 

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

খয়েরি পাতার ভিড়ে ...... ‘টাপুর টুপুর ব্যথা’

ব্যথা যখন ঝরে পড়ে নিরলস তখনই বোধ করি সমান তালে পাল্লা দিয়ে ঝরে পড়ে কবিতারা । আর না হলে একজন কবি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যথাকেও কী করে ধরে রাখতে পারেন কবিতার পঙক্তি জুড়ে ? নষ্টনীড়ে রবীন্দ্রনাথ লিখেছেন - ‘মনে যখন বেদনা থাকে, তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়’। তাঁর অসংখ্য গান, কবিতা ও রচনায় তাই বেদনার মূর্ত প্রকাশ লক্ষ করা যায়।    এমনই সব ব্যথা আর ভিন্ন ভিন্ন যাপনকথার কাব্যিক উপস্থাপন কবি বিশ্বজিৎ দেব - এর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ - ‘ টাপুর টুপুর ব্যথা ’ । মোট ৫৬ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থের ৪৮ পৃষ্ঠা জুড়ে রয়েছে ৫৬ টি কবিতা। কিছু সংক্ষিপ্ত, কিছু পৃষ্ঠাজোড়া। ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক রতীশ দাস লিখছেন - ... বিশ্বজিতের কবিতাগুলো অনেকটা তার কাঠখোদাই শিল্পের রিলিফ-এর মতোই উচ্ছ্বাসধর্মী - যেন উত্তলাবতল তক্ষণজনিত আলো-আঁধারি মায়াবিজড়িত, পঙক্তিগুলো পাঠক পাঠিকার মনোযোগ দাবি করতেই পারে...। এখান থেকেই আলোচ্য গ্রন্থের কবিতাগুলোর বিষয়ে একটা ধারণা করা যেতে পারে। এখানে উচ্ছ্বাস অর্থে আমাদের ধরে নিতে হবে কবির ভাবনার উচ্ছ্বাস, সে বিষাদেই হোক আর তাৎক্ষণিক কোনও ঘটনার জের হিসেবেই হোক। তাই হ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...