সম্প্রতি উন্মোচিত হলো ‘সাঁকো’ পত্রিকার বর্ষা সংখ্য ১৪২৮ এর অনলাইন সংস্করণ। ধারে ও ভারে অর্থাৎ সম্পাদনায়,
অলংকরণে, বিষয় বৈচিত্রে দীর্ঘ ৫১ পৃষ্ঠার এক অনবদ্য সাহিত্য পত্রিকা। কোভিডজনিত
কারণে অনলাইনে প্রকাশিত হচ্ছে যদিও উৎকর্ষতায় ‘সাঁকো’ এক সফল ও আকর্ষণীয় পত্রিকা
হিসেবে ইতিমধ্যেই পাঠক ও বৌদ্ধিক মহলে সমাদৃত হয়েছে। রঙিন চিত্রাবলি এবং
রেখাচিত্রের সুচিন্তিত প্রয়োগ পত্রিকাটিকে এক অনতিক্রম্য উচ্চতায় নিয়ে গেছে।
প্রচ্ছদ থেকে শেষের পাতা অবধি সুরুচিসম্পন্ন এক পূর্ণাবয়ব ছোটপত্রিকা ‘সাঁকো’।
এই সংখ্যাটি আসলে ১৯শে মে’
উপলক্ষে ভাষাবিষয়ক এক সংখ্যা হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল যদিও বিভিন্ন
অসুবিধায় তা হয়ে উঠেনি বলে উল্লেখ রয়েছে প্রাককথন এবং প্রাঞ্জল তথা আশাপ্রদ
সম্পাদকীয়তে। কিন্তু দেরিতে প্রকাশিত হলেও ভাষা শহিদদের উপযুক্ত সম্মান ও
শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে পত্রিকার প্রথমেই - ‘ভাষা বিষয়ক’ শিরোনামে আলাদা এক
পর্বের মাধ্যমে। এই পর্বে ভাষা এবং ভাষা শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদিত হয়েছে প্রাসঙ্গিক
চিত্র, একাধিক কবিতা ও নিবন্ধের মাধ্যমে। কবিতা লিখেছেন সুদীপ্তা ভট্টাচার্য,
বিদ্যুৎ চক্রবর্তী, সুজন দাস এবং দেবোপম বিশ্বাস। চমৎকার দু’টি নিবন্ধ লিখেছেন
দীপক সেনগুপ্ত এবং ধ্রুবজ্যোতি দাস। রং-তুলিতে এ নিয়ে রয়েছে লীনা নাথ- এর আঁকা
অনিন্দ্যসুন্দর ছবি।
একের পর এক অনবদ্য কবিতা লিখেছেন
নাহিদ এনাম, সিদ্ধার্থ নাথ, আভা সরকার মণ্ডল, ইন্দ্রাণী পাল, ভুবন বন্দ্যোপাধ্যায়,
অলোক আচার্য, শর্মিষ্ঠা ঘোষ, অনঞ্জন, খোদেজা মাহমুদ আরা, কোজাগরী, গৌতম সেন এবং
আরতি ধর। এছাড়াও পৃষ্ঠাজোড়া গুচ্ছ কবিতা রয়েছে কবি অমিত বসু মজুমদার, নীহার রঞ্জন
জয়ধর এবং অন্যতম সম্পাদক জয়ন্ত দেবনাথ- এর।
গল্প লিখেছেন রীতা রায় মিঠু, লুনা
রাহনুমা এবং অন্যতম সম্পাদক মৃদুল দে। এছাড়াও
রয়েছে সত্যজিৎ বিশ্বাস- এর একটি রম্য গল্প, শ্রীপালি দাসগুপ্তা এবং দীপঙ্কর বেরার দু’টি
অণুগল্প এবং লাবনী পোড়্যার একটি রহস্য গল্প। ‘প্রবাসের কথকতা’ লিখেছেন সোমা দে ঘোষ
এবং সোমাভা বিশ্বাস। চিত্রাঙ্কন বিভাগে ‘রঙ, তুলি ও লেন্স’ শিরোনামে রয়েছে গৌতম
সেন, রাজর্ষি চট্টোপাধ্যায়, লীনা নাথ এবং সৌমিলী ঘোষ-এর চিত্রকর্ম।
উৎকর্ষতায় ঠাসা এই পত্রিকার শেষে
রয়েছে প্রতিজন কবি, লেখক, চিত্রকরের সচিত্র পরিচিতি যা এঁদের প্রতি পত্রিকা
গোষ্ঠীর দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ এবং এই পরিচিতি নিঃসন্দেহে বহুগুণ বাড়িয়ে দিয়েছে
পত্রিকাটির মান। মানানসই প্রচ্ছদ এঁকেছেন রাজীব ভট্টাচার্য, অলংকরণে মৃদুল দে।
হাতে গোণা কয়েকটি বানান ভুলের বাইরে এক কথায় এক সম্পূর্ণ পত্রিকা। ভেতরের পাতায়
আগামী পূজা সংখ্যার জন্য নিয়মাবলি মেনে লেখার আহ্বান জানানো হয়েছে। পত্রিকাটি গুগল
ড্রাইভে উপলব্ধ।
লেখা পাঠানর ঠিকানা এবং যোগাযোগ -
banglasaanko@gmail.com
- - - - - - - - - - - -
বিদ্যুৎ চক্রবর্তী।
Comments
Post a Comment