Skip to main content

গুণমানে সমৃদ্ধ ’বিড়াল’ বিষয়ক সংখ্যা - 'প্রবাহ'


মনে হতে পারে এক রকম ‘চুল নিয়ে চুলোচুলি’। ‘বিড়াল’ নিয়ে পত্রিকার আস্ত একটি সংখ্যা ? বাংলা ভুবনে এমন কাণ্ড আগে কেউ ঘটিয়েছেন কিনা জানা নেই। তবে তথ্য নিয়ে ঘাটাঘাটি করলে জানা যায় যে উত্তর আমেরিকার একটি জনপ্রিয় মাসিক পত্রিকার নামই ছিল ‘ক্যাট ফ্যান্সি’ যা উৎসর্গীকৃত ছিল বিড়াল, বিড়াল-মালিক ও বিড়াল-প্রেমীদের উদ্দেশ্যে। ১৯৬৫ সালে এই পত্রিকার যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ২০১৫ সালে এটি ‘ক্যাটস্টার’ নামে ন্বিমাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। এছাড়াও মডার্ন ক্যাট ম্যাগাজিন, ইওর ক্যাট, ওয়াইল্ড ক্যাট, টাক্সিডো ক্যাট আদি ম্যাগাজিনের বাইরেও বহু জার্নাল ও নিউজলেটারের সন্ধান পাওয়া যায়।
সম্প্রতি অসম থেকে প্রকাশিত গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর সম্পাদক আশিসরঞ্জন নাথ এমন একটি দুঃসাহস দেখিয়েছেন এবং স্বভাবতই তা সাড়া ফেলেছে বাংলা ভুবনে। আখেরে এই দুঃসাহসের ফলশ্রুতি কেমন হল তা জানা যায় সম্পাদকীয় থেকে যেখানে সম্পাদক লিখছেন - ‘প্রবাহের বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের বৈশিষ্ট্য অনুসারে বিড়াল সংখ্যার প্রস্তুতি পর্বে যে হতাশার সম্মুখীন হতে হয়েছিল ক্রমে আশার আলো দেখা গেল। ঝুলিতে যে এত বিড়াল লুকিয়েছিল তা প্রথমে ভাবনার মধ্যে ছিল না। ফলে এক সংখ্যায় সব লেখা প্রকাশ করা সম্ভব হয়নি। পরে আবার আরেকটি সংখ্যা করার অভিলাষ জাগিয়ে দিল’।
এবার পাতা ওলটানো যাক সংখ্যাটির। দেখা যাক কত রকমের বেড়াল কিংবা বলা যায় বেড়ালের কত কথা বেরোয় কার ঝুলি থেকে। গোটা সংখ্যা জুড়ে রয়েছে ষোলোটি নিবন্ধ, চারটি গল্প এবং ছয়টি কবিতা। গল্পকার মিথিলেশ ভট্টাচার্যের ‘একটি বাউটা বিড়াল এবং আমার বেদান্ত দর্শন’ ব্যক্তিগত গদ্যের ধাঁচে বিড়ালের সঙ্গে মানুষের একাত্মবোধের আত্ম-অনুভবসঞ্জাত সুলিখিত নিবন্ধ। নিবন্ধটি রবাহূত বেড়ালের সঙ্গে গৃহস্থের এক বিচিত্র সম্পর্কের খতিয়ান। ড. অমরকুমার পালের নিবন্ধ ‘বাংলা সাহিত্যে বিড়াল প্রসঙ্গ’ উপজীব্য বিষয়ের এক গভীর অধ্যয়নসঞ্জাত রচনা যদিও নিবন্ধের প্রথম দুটি পৃষ্ঠা ব্যয় করা হয়েছে বিশ্ব সাহিত্যে বিড়ালের উপস্থিতি নিয়ে। বিস্তৃত এই নিবন্ধে বাংলা সাহিত্যে বিড়ালের বিচিত্র উপস্থাপনার আস্বাদ পাওয়া যায়। এখানে বিড়ালের প্রতিশব্দ হিসেবে কিছু অপ্রচলিত শব্দ তুলে ধরা হল পাঠকের জ্ঞাতার্থে - অকরোটি, অতু, আখুভুক, পয়স্য, ব্যাঘ্রাস্য, মূষিকারাতি, ...... ইত্যাদি। পরবর্তী নিবন্ধে অপূর্বকুমার চট্টোপাধ্যায় লিখেছেন শুধু ‘রবীন্দ্র রচনায় বিড়াল’ প্রসঙ্গে। স্বভাবতই সংক্ষিপ্ত হয়েছে রচনার পরিসর। সংখ্যার অন্যতম শ্রেষ্ঠ নিবন্ধ - ‘অসমীয়া সংস্কৃতি ও সাহিত্যে ‘মেকুরী’ অথবা বিড়াল - একটি প্রতিবেদন’। লেখক জ্যোতির্ময় সেনগুপ্ত। সতেরো পৃষ্ঠা জোড়া এক বিস্তৃত নিবন্ধ যা সাহিত্য ও সংস্কৃতির আবহে ছুঁয়ে গেছে অসমীয়া সমাজের অন্দরমহল অবধি। প্রাসঙ্গিক ভাবেই ছুঁয়ে গেছে ইতিহাস থেকে বিজ্ঞানকেও। লোককথার মোটিফ বিড়ালের জনগোষ্ঠী অনুযায়ী টোটেম ও ট্যাবুর সুনির্দিষ্ট উল্লেখ নিশ্চিতভাবেই নিবন্ধের মান নিয়ে গেছে বহু উচ্চতায়। ব্রজকমার সরকার লিখেছেন ‘সাহিত্য-শিল্প-সংস্কৃতি জগৎ, বিড়ালের সন্ধানে’। দেশ বিদেশের শিল্প, সাহিত্য সংস্কৃতিতে বিড়ালের উপস্থিতির এক তথ্যভিত্তিক রচনা যদিও প্রেক্ষিত যেখানে বিশাল সেখানে পরিসরের স্বল্পতা অনুভূত হয়েছে। বীরমঙ্গল সিংহ লিখেছেন একটি মণিপুরি লোককথার গল্প - ‘পেবেৎ ও বিড়াল তপস্বী’। এই সুপাঠ্য রচনাটিকে ইচ্ছে করলে গল্প বিভাগেও স্থান দেওয়া যেত। বলা যায় - সমীচীন হতো। বাবুবিলাস ও বাবু কালচার নিয়ে নিবন্ধ ‘জীবনের নকশা ও নকশার জীবন’ লিখেছেন শরদিন্দু সাহা। নিবন্ধের ভূমিকা অনেকটাই দীর্ঘ বলে অনুভূত হয়েছে। তাছাড়া বিষয় ‘বিড়াল’-এর বদলে ‘বাবু কালচার’ এখানে মুখ্য ভূমিকায় এসেছে এবং অনুষঙ্গ হিসেবেই এসেছে ‘বিড়ালের বে’। ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছায়ায়’ নিবন্ধ ‘বিড়াল বেত্তান্ত’ লিখেছেন দিবাকর পুরকায়স্থ। দুঃসাহসিক প্রচেষ্টা নিঃসন্দেহে। এখানে বিড়াল নেই যদিও বিড়ালরূপী মানুষের উপস্থিতিতে এবং বর্তমানের আবহে কিন্তু ভাষার বুনোটে যথেষ্ট মানসম্পন্ন হয়েছে নিবন্ধটি। সর্বজিৎ দাসের নিবন্ধ ‘অথঃ বিড়াল বাখান’। সংক্ষিপ্ত হলেও এই নিবন্ধটিকে অনায়াসে বিড়ালের সাতকাহন হিসেবে আখ্যায়িত করা যায়। ‘বিড়ালের ভাষা’ লিখেছেন অশোক দেব। গল্পের ছলে আধুনিক জীবনযাত্রায় বিড়ালেরও আধুনিক রূপায়ন। ‘বিড়ালের বারো কথা’ লিখেছেন মীনাক্ষি চক্রবর্তী সোম। হিন্দু ধর্ম তথা দেশ বিদেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিড়ালের উপস্থিতি নিয়ে মূল্যবান এবং সুলিখিত এক তথ্যভিত্তিক নিবন্ধ। জানা যায় ষষ্ঠীদেবীর বাহন বিড়ালকে ‘রত্নবিমান’ বলা হতো। সম্পাদক আশিসরঞ্জন নাথ রম্য রচনার ছলে লিখেছেন ‘অথঃ মার্জার কথা’। আমাদের নিজস্ব পরিমণ্ডলে বিড়ালের অবস্থান স্পষ্ট হয়েছে এই সংক্ষিপ্ত রচনায়। পরবর্তী নিবন্ধ লিখেছেন নুরুল ইসলাম লস্কর। ‘বিড়ালের নাকি নয়টি প্রাণ ! তাতে কি তারা পায় পরিত্রাণ ?’ একটি ভিন্নধর্মী এবং সংক্ষিপ্ত অনুসন্ধানমূলক নিবন্ধ। সংখ্যার আরেকটি অন্যতম শ্রেষ্ঠ নিবন্ধ ‘সবচেয়ে বেশি পোষিত প্রাণী - বিড়াল’ লিখেছেন দিগেন বর্মণ। প্রতিটি দিক সামলে নিয়ে বলা যায় এক আস্ত বিড়াল-পুরাণ। নিশ্চিত ভাবেই মান বৃদ্ধি করেছে সংখ্যাটির। শ্যামলকান্তি চক্রবর্তীর নিবন্ধ ‘বিড়াল - প্রত্ন-বিজ্ঞানে’। ব্যতিক্রমী বিষয়ে এক তথ্যবহুল নিবন্ধ। বিভাগের শেষ নিবন্ধ - সুহিনা বিশ্বাস মজুমদারের ‘পড়ো মোর বিড়াল ছানাটি - কমিকসে কার্টুনে ছবিতে ‘মেকুর’’। এও এক ব্যতিক্রমী বিষয় এবং লেখক সুচারুভাবেই উপস্থাপন করেছেন বিষয়টিকে। শিরোনামে ‘মেকুর’ না হয়ে ‘বিড়াল’ই হতে পারত অনায়াসে। সাহিত্যে ‘বিড়াল’ বিষয়ক প্রতিটি প্রবন্ধেই দিকপাল সাহিত্যিকদের কথা উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলের বাংলা সাহিত্যে বিড়ালের উপস্থিতি বিষয়ক কোনও নিবন্ধ এখানে অনুপস্থিত। এ নিয়ে পরবর্তীতে ভাবা যেতে পারে।
গল্প বিভাগে রয়েছে মোস্তফা অভি-র ‘বিড়ালের কোয়ারেন্টাইন’। এখানে কোভিড আবহে লিখা গল্পে বিড়াল এসেছে রূপক হিসেবে কিংবা বলা যায় সংযোজন হিসেবে। বিশ্ব সাহিত্যের একটা ধাঁচ রয়েছে গল্পে। গল্পশেষে দেওয়া তথ্য অনুযায়ী একই নামে রয়েছে তাঁর একটি গল্প সংকলনও। মৃদুলকান্তি দে’র ‘গোলকপতির বিড়ালনামা’ও একটি রূপকধর্মী সুখপাঠ্য গল্প। অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের গল্প ‘সফেদ কুমারী’ বিড়াল নিয়ে একটি নির্মল, নান্দনিক গল্প। জাপানি লেখক হারুকি মুরাকামির গল্পের বাংলা অনুবাদ করেছেন সাগুফতা শারমীন তানিয়া। ‘মানুষখেকো বিড়াল’ বুনোটে, বর্ণনায়, অনুবাদে এক সাবলীল বড়গল্প। এই বিভাগেও স্থানীয় গল্পকারদের গল্প নিতান্তই কম।
কবিতা বিভাগে রয়েছে নির্মলেন্দু গুণ, তৈমুর খান, চিরশ্রী দেবনাথ, জিতেন্দ্র নাথ, বাপ্পি নীহার এবং আশিসরঞ্জন নাথ-এর কবিতা। প্রতিটি কবিতাই সুখপাঠ্য এবং সুলিখিত। তবু বিশেষোল্লেখের দাবি রাখে চিরশ্রী দেবনাথের কবিতাটি।
প্রতিটি পৃষ্ঠায় বিড়ালের সচিত্র উপস্থিতি আকর্ষণীয় করেছে সংখ্যাটিকে যদিও স্কেচগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কিংবা কে এঁকেছেন সে বিষয়ে কোনও উল্লেখ নেই। অজিত দাশ-এর প্রচ্ছদ পত্রিকার মানোন্নয়নে অবদান রেখেছে যথেষ্ট। বানানের শুদ্ধতা, ছাপার স্পষ্টতাও এ সংখ্যার অন্যতম সম্পদ। ৩৬ বর্ষ, ১ম সংখ্যা - ১৮৮ পৃষ্ঠার ‘প্রবাহ’ গুণগত মানে এবং গবেষণাধর্মী গুণে এক অনন্য প্রকাশ নিঃসন্দেহে।

বিদ্যুৎ চক্রবর্তী

 

‘প্রবাহ’
৩৬ বর্ষ, ১ম সংখ্যা
সম্পাদক আশিসরঞ্জন নাথ
মোল্য - ২৫০ টাকা
যোগাযোগ - ৮৮১১০১০৫৪০

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...