সে চোখের দৃষ্টি
সেদিন মেপে উঠতে পারিনি
কেউ পারেনি।
মহাশূন্যের পানে শূন্য উদাস চাউনি
অথচ…… ঘিরে থাকা এতগুলো চোখ
এতগুলো স্বজন
অবয়ব - সব সব
দৃষ্টির বাইরে
অদৃশ্য। এ কোন মায়া ?
পার্থিব মায়া
থেকে অন্য এক মায়াসমুদ্দুরে
স্বেচ্ছা অবগাহন পর্ব, নাকি বাধ্যবাধকতার
সাড়ম্বর আয়োজন ? এ দ্বন্দ্ব, এ ধন্দ
অপরিমেয়, অজর অমর আত্মাহুতির আয়োজন।
আজও খুঁজি সেই কুসুমপথ। বিশ্বদর্শন ?
এ পথে ফেরার
কথা নেই, একমুখী এ জীবনপথ
কুসুম বা কণ্টক, নিজেই আত্মপথিক
বাকি সব মিছে
মায়া,
এ শ্বেতবিশ্বে
কোনো কালো নেই, নেই ছায়া
পথজোড়া শুধু
গুচ্ছ শাদা ফুলের
পাপড়ি বিছানো কুসুম-কুহক সমারোহ।
দৃষ্টি বিহীন
খোলা চোখে অনন্ত বিশ্বরূপ
এই তো জীবন, বাকি সব ছাই, মিথ্যা মোহ।
কেউ পারেনি।
মহাশূন্যের পানে শূন্য উদাস চাউনি
অথচ…… ঘিরে থাকা এতগুলো চোখ
স্বেচ্ছা অবগাহন পর্ব, নাকি বাধ্যবাধকতার
আজও খুঁজি সেই কুসুমপথ। বিশ্বদর্শন ?
পাপড়ি বিছানো কুসুম-কুহক সমারোহ।
এই তো জীবন, বাকি সব ছাই, মিথ্যা মোহ।
Comments
Post a Comment