Skip to main content

উত্তর-পূর্বের বাংলা গল্পে সমৃদ্ধ পত্রিকা - ‘প্রবাহ’


কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের লিটল ম্যাগাজিন পুরস্কার প্রাপ্ত (২০২১) গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর বর্ষ ৩৪, সংখ্যা - ২, ডিসেম্বর ২০২১ (অগ্রহায়ণ ১৪২৮) সংখ্যাটি প্রকাশিত হলো সাড়ম্বরে। ‘প্রবাহ’ কে এখন আর কোনোভাবেই ‘লিটল’ বলা চলে না। একের পর এক সংখ্যা জুড়ে পত্রিকায় সন্নিবিষ্ট থাকছে বিশাল সম্ভার। এবারেও ব্যতিক্রম হয়নি তার। সম্পাদকের চরম নিবেদন পরিস্ফুট হয়ে ওঠে বিষয় বৈচিত্রে, বিষয়ের বিশালত্বে। সময়ের পেছনে ছুটে ছুটে এভাবে গুচ্ছ লেখা সংগ্রহের মধ্যে লুক্কায়িত থাকে যে অসীম অধ্যবসায় এবং অকৃত্রিম গরজ তার কথা আলাদা করে উল্লেখ না করলে এ আলোচনা মুখ থুবড়ে পড়বে শ্রীগণেশেই।
উত্তর পূর্বের প্রতিষ্ঠিত ও উঠতি মোট ২৬ জন গল্পকারের গল্পের বাইরেও এ সংখ্যায় জুড়ে দেওয়া হয়েছে সদ্য জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত অসমিয়া সাহিত্যের বিদগ্ধ কবি নীলমণি ফুকনের উপর দীর্ঘ ৩৭ পৃষ্ঠার একটি ক্রোড়পত্র।
উত্তর পূর্বের বাংলা গল্পের এক আলাদা বিশ্ব। ভাষা, লিখনশৈলীর এক নিজস্ব পরিমণ্ডল। এখানে গল্পের অভ্যন্তরে উদ্ভাসিত হয় আপন বিশ্বের হাসিকান্না, পথ চলার অম্লমধুর বর্ণনা। প্রেক্ষাপটে ভেসে আসে আঞ্চলিক জীবনযাত্রার নিত্যনৈমিত্তিক যাপনকথা। পত্রিকার এই সংখ্যাটিতে লিপিবদ্ধ ২৬ টি গল্পের অভ্যন্তরেও তেমনি বিচিত্র সব বিষয়, বিস্তৃত কথা ও কাহিনি। সম্পাদকীয়তে পোড় খাওয়া সম্পাদক আশিসরঞ্জন নাথ তাই যথার্থ অর্থেই লিখছেন - “... গল্পকে সময়ের মুকুর বলা যায় নিঃসন্দেহে। ... এক বিচিত্র পরিমণ্ডলে অবস্থান করে উত্তর-পূর্বের গল্পকাররা গল্প লিখেছেন এবং লিখছেন। সেরকম পরিমণ্ডল কিন্তু অন্যত্র বিরল। তা বলে বাংলা গল্পের মূলধারা থেকে মোটেই ভিন্ন নয়। যদিও গল্পের শৈলী ও বিষয় একান্তই স্থানিক ও ব্যক্তি মানসিক ......।”
উপর্যুক্ত ভূমিকার এক উৎকৃষ্ট নিদর্শন হয়ে আছে পত্রিকার প্রথম গল্পটি। উত্তর পূর্বের অন্যতম শ্রেষ্ঠ গল্পকার মিথিলেশ ভট্টাচার্যের গল্প ‘জোছনা কেমন ফুটেছে’তে একদিকে যেমন ফুটে উঠেছে বরাক উপত্যকার গ্রামীন পরিবেশ, আর্থ সামাজিক বিন্যাস অন্যদিকে তেমনি মানুষের আত্মিক বন্ধনের এক নিটোল ছিমছাম চিত্র। সংলাপ এবং শৈলীর অপূর্ব সংমিশ্রণে এক সার্থক ছোটগল্প হয়ে উঠেছে তাঁর এ গল্পটি।
বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব দেবলস্কর ‘পর্বতের মূষিক প্রসব’ কথাটিকে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে অনবদ্য মুনশিয়ানায় তাঁর ‘রায়বাহাদুর বৃত্তান্ত’ গল্পে লিপিবদ্ধ করেছেন। এক পঠনে শেষ করার বাইরে গত্যন্তর নেই। সম্পাদক আশিসরঞ্জন নাথের ছোট্ট গল্প ‘সম্ভাব্য বিপর্যয়ের আগে-পরে’ ভাবতে বাধ্য করে পাঠককে। শেষটাও যথাযথ। ‘শ্মশান বন্ধু’ শিরোনামে কোভিড কালের রুঢ় বাস্তবকে গল্পের মাধ্যমে সফল ভাবে তুলে ধরেছেন এখনকার নবীন গল্পকার তৃণময় সেন। তাঁর গল্পের হাতটি ধারালো হয়ে উঠছে ক্রমান্বয়ে। কৃষ্ণা মিশ্র ভট্টাচার্যের গল্প ‘যখন দাবানল’। শব্দ ও ভাষার ব্যবহারে চমৎকার একটি গল্প যেখানে শেষ কথা বলেছেন গল্পকার - ‘...... বিলকিস্‌ রে, মেয়েগুলো যেন জ্যান্ত লাশ ...... মেয়েদের সত্যিকারের লড়াই বোধহয় এখনো শুরুই হয়নি। আরো আরো কত হিমযুগ পেরিয়ে গেলে ছুরির ধারে ফালা কাটা জীবন দেখবে নারী।’ এই গল্পে স্থানীয় প্রেক্ষাপটের নদীসমূহের নাম উল্লিখিত হলেও শেষটায় হঠাৎ করে টেমস্‌ নদী এসে গেল অথচ জাটিঙ্গা নদীর নাম এল না কেন বুঝা গেল না।
কিছু ব্যতিক্রমী সংলাপসমৃদ্ধ ছোট গল্প - সোমা মজুমদারের ‘হলুদ খামে মনের কথা’। ছোটগল্পের ধাঁচ পেতে পেতেও যেন অধরা থেকে গেল। তবে প্রতিশ্রুতি জাগাতে সফল হয়েছেন গল্পকার। সমর দেব-এর ছোট গল্প ‘মধ্যরাতের পট - ইভানের সময়ের অস্থিরতা’। প্রেক্ষাপটে, লিখনশৈলীতে, চরিত্রসমূহের নামে স্পষ্ট এক বিদেশি অনুবাদ গল্প যদিও উল্লেখ নেই তার। ব্যতিক্রম শুধু গল্পের শুরুতে ব্র্যাকেটে গল্পের নায়কের ‘পিতৃপদবী চক্রবর্তী’ বলে উল্লেখ করা হয়েছে। নিছক হাস্যরসের মধ্যেও নিটোল বুনোটে এক সামাজিক চিন্তাচর্চার গল্প - অভিজিৎ চক্রবর্তীর ‘গড়গড়ি ও এক কোটির বাম্পার লটারি’।
আদিমা মজুমদার ও পরিতোষ তালুকদার এ অঞ্চলের নামিদামি গল্পকার। উভয়ের গল্প সন্নিবিষ্ট হয়েছে এখানে। আদিমা মজুমদারের ‘লক ডাউনের শেষ দিন’ এবং পরিতোষ তালুকদারের ‘ধর্মাধর্ম’। উভয় গল্পই নিখুঁত বাঁধনে লিখিত ধর্মাধর্মের গল্প। দিনযাপনের বিন্যস্ত ছোটগল্প - অলকা গোস্বামীর ‘এমনি করেই’। কবি কমলিকা মজুমদারের গল্প ‘জাস্ট ফ্রেণ্ডস্‌’। আধুনিক যুগের প্রেম ভালোবাসা বন্ধুত্বের উপর সংলাপনির্ভর এক মানানসই গল্প। যদিও আরেকটু বিস্তৃতির পরিসর ছিল। ত্রিপুরার লুপ্ত সংস্কৃতির উপর অসাধারণ গল্প প্রখ্যাত সাহিত্যিক শঙ্খশুভ্র দেববর্মনের ‘রোসেম’। গল্পের চমৎকার বিন্যাস পাঠককে থেমে থাকতে দেয় না। প্রখ্যাত গল্পকার শ্যামল ভট্টাচার্যের গল্প ‘সাঁতার’ চমৎকার থীমের উপর এক চলন্ত বর্ণনাত্মক গল্প যেখানে গল্পময়তার পাশাপাশি বর্ণনাও এগিয়েছে সমান্তরাল ভাবে। কিন্তু কিছু চরিত্র, যেমন - সাগর, শ্বেতা, শশাঙ্ক যে আদপে কারা সেটা বুঝাই গেল না।
এর বাইরেও রয়েছে অনেক প্রতিষ্ঠিত এবং নবীন গল্পকারের গল্প। গল্প লিখেছেন - অমিতাভ দেব চৌধুরী, মনোমোহন মিশ্র, অঞ্জলি সেনগুপ্ত, শ্যামল বৈদ্য, তমা বর্মন, কিশোর রঞ্জন দে, অনুপ ভট্টাচার্য, রাধা দত্ত, শিপ্রা চৌধুরী, কল্পনা রায়, শংকু চক্রবর্তী, বিদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। তবে এ অঞ্চলের বেশ কিছু উল্লেখযোগ্য গল্পকার কিন্তু রয়ে গেছেন অনুপস্থিতও। আসলে একটি ছোট পত্রিকার পরিসরের এক সীমাবদ্ধতার কথাও চিন্তা করতেই হয়।
গল্পের শেষে রয়েছে নীলমণি ফুকনের উপর ক্রোড়পত্র। এক সংগহযোগ্য অধ্যায়। আছে তাঁর জীবনপঞ্জি, লিখেছেন - মনোতোষ চক্রবর্তী, অনুভব তুলসী (তপন মহন্তের অনুবাদে), স্বর্ণালি বিশ্বাস ভট্টাচার্য, তপন রায়। একগুচ্ছ কবিতার অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক অভিজিৎ লাহিড়ী। এক কথায় এক মূল্যবান ক্রোড়পত্র যা ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রে পথনির্দেশক হয়ে থাকবে।
শেষ পাতে রয়েছে কিছু আলোচনা পর্যালোচনা। সাহিত্যপত্র - ‘বাসভূমি ২০১৯’এর উপর আলোচনা করেছেন তুষারকান্তি নাথ। প্রখ্যাত গল্পকার কুমার অজিত দত্তের উপন্যাস ‘মরণ্যা চরের ইতিকথা’র উপর বিস্তৃত আলোচনা করেছেন কৃতি আলোচক সেলিম মুস্তাফা। চুলচেরা বিশ্লেষণে পাঠককে উপন্যাসের সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছেন অনবদ্য লিখনীতে। একেবারে শেষে রয়েছে গত সংখ্যার উপর তিনটি ‘পাঠকের মতামত’ - চিঠি - যা আজকাল ‘চিঠি’র লুপ্তপ্রায় ধারার সঙ্গে অবলুপ্তির পথে বিদ্যমান অধিকাংশ পত্রপত্রিকায়।
প্রচ্ছদ করেছেন অজিত দাস (বাংলাদেশ)। তুলনামূলক ভাবে এবারের সংখ্যায় বানান ভুলের আধিক্য। মাঝে মাঝে ফন্টও বদলে গেছে কিছু পৃষ্ঠায়। পরবর্তীতে এ নিয়ে আরেকটু বেশি যত্নবান হতে হবে বৈকি। সব মিলিয়ে এবারের সংখ্যাটিও অনবদ্য এক সংগ্রহযোগ্য সংখ্যা। সম্পাদকের প্রত্যয়িত উদ্যোগ ‘প্রবাহ’ পত্রিকার মূল সম্পদ। পত্রিকার ধারাবাহিক প্রকাশ এ অঞ্চলের সাহিত্য ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান - নিঃসন্দেহে।

বিদ্যুৎ চক্রবর্তী।

‘প্রবাহ’
বর্ষ - ৩৪, সংখ্যা - ২
সম্পাদক - আশিসরঞ্জন নাথ
মূল্য - ২২০ টাকা
যোগাযোগ - ৮৮১১০১০৫৪০

Comments

Popular posts from this blog

উত্তর-পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে

একক কিংবা যৌথ সম্পাদনায় বিগত কয়েক বছরে উত্তরপূর্বের বাংলা লেখালেখি বিষয়ক একাধিক গ্রন্থ সম্পাদনা করে এই সাহিত্যবিশ্বকে পাঠকের দরবারে পরিচিত করিয়ে দেওয়ার এক প্রচেষ্টা করে যাচ্ছেন নিবেদিতপ্রাণ তরুণ লেখক ও সম্পাদক নিত্যানন্দ দাস । হালে এপ্রিল ২০২৪ - এ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনা গ্রন্থ ‘ উত্তর - পূর্বাঞ্চলের বাংলা গল্প : বিষয়ে বিশ্লেষণে ’ ( প্রথম খণ্ড ) । প্রকাশক - একুশ শতক , কলকাতা । আলোচ্য গ্রন্থটিতে দুই ছত্রে মোট ২৮ জন বিশিষ্ট প্রাবন্ধিকের ২৮টি প্রবন্ধ রয়েছে । উপযুক্ত বিষয় ও আলোচকদের নির্বাচন বড় সহজ কথা নয় । এর জন্য প্রাথমিক শর্তই হচ্ছে নিজস্ব জ্ঞানার্জন । কালাবধি এই অঞ্চল থেকে প্রকাশিত উৎকৃষ্ট সাহিত্যকৃতির সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল না হলে তা সম্ভব নয় মোটেও । নিত্যানন্দ নিজেকে নিমগ্ন রেখেছেন গভীর অধ্যয়ন ও আত্মপ্রত্যয়কে সম্বল করে তা বলার অপেক্ষা রাখে না । আলোচ্য গ্রন্থের ভূমিকা লিখেছেন প্রতিষ্ঠিত কথাকার রণবীর পুরকায়স্থ । বস্তুত সাত পৃষ্ঠা জোড়া এই ভূমিকা এক পূর্ণাঙ্গ আলোচনা । ভূমিকা পাঠের পর আর আলাদা করে আলোচনার কিছু থাকে না । প্রতিটি নিবন্ধ নিয়ে পরিসরের অভাবে সংক্ষিপ্ত হলেও ...

প্রথম কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'

  স্বপ্নতরী                         বিদ্যুৎ চক্রবর্তী   গ্রন্থ বিপণী প্রকাশনা  বাবা - স্বর্গীয় সুধীর চন্দ্র চক্রবর্তী মা - শ্রীমতী বীণাপাণি চক্রবর্তী               জনম দিয়েছ মোরে এ ভব ধরায় গড়েছ সযতনে শিক্ষায় দীক্ষায় জীবনে কখনো কোথা পাইনি দ্বন্দ্ব দেখিনি হারাতে পূত - আদর্শ ছন্দ বিন্দু বিন্দু করি গড়ি পদ্য সংকলন তোমাদেরই চরণে করি সমর্পণ প্রথম ভাগ ( কবিতা )   স্বপ্নতরী ১ স্বপ্ন - তরী   নিটোল , নিষ্পাপ কচিপাতার মর্মর আর কাঁচা - রোদের আবোল - তাবোল পরিধিস্থ নতুন আমি ।   আনকোরা নতুন ঝরনাবারি নিয়ে এখন নদীর জলও নতুন বয়ে যায় , তাই শেওলা জমে না ।   দুঃখ আমার রয়ে গেছে এবার আসবে স্বপ্ন - তরী চেনা পথ , অচেনা ঠিকানা ।         ২ পাখমারা   সেই উথাল - পাথাল পাখশাট আজও আনে আরণ্যক অনুভূতি । একটু একটু হেঁটে গিয়ে বয়সের ফল্গুধারায় জগৎ নদীর দু ’ পার ছাড়ে দীর্ঘশ্বাস - সময়ের কাঠগড়াতে আমি বন...

কবির মজলিশ-গাথা

তুষারকান্তি সাহা   জন্ম ১৯৫৭ সাল৷ বাবা প্ৰয়াত নিৰ্মলকান্তি সাহা ও মা অমলা সাহার দ্বিতীয় সন্তান   তুষারকান্তির ৮ বছর বয়সে ছড়া রচনার মাধ্যমে সাহিত্য ভুবনে প্ৰবেশ৷ ‘ ছায়াতরু ’ সাহিত্য পত্ৰিকায় সম্পাদনার হাতেখড়ি হয় কলেজ জীবনে অধ্যয়নকালীন সময়েই৷ পরবৰ্তী জীবনে শিক্ষকতা থেকে সাংবাদিকতা ও লেখালেখিকেই পেশা হিসেবে গ্ৰহণ করেন৷ প্ৰথম ছড়া প্ৰকাশ পায় সাতের দশকে ‘ শুকতারা ’ য়৷ এরপর ‘ দৈনিক যুগশঙ্খ ’ পত্ৰিকার ‘ সবুজের আসর ’, দৈনিক সময়প্ৰবাহ ও অন্যান্য একাধিক কাগজে চলতে থাকে লেখালেখি৷ নিম্ন অসমের সাপটগ্ৰামে জন্ম হলেও বৰ্তমানে গুয়াহাটির স্থায়ী বাসিন্দা তুষারকান্তির এ যাবৎ প্ৰকাশিত গ্ৰন্থের সংখ্যা ছয়টি৷ এগুলো হচ্ছে নগ্ননিৰ্জন পৃথিবী (দ্বৈত কাব্যগ্ৰন্থ) , ভবঘুরের অ্যালবাম (ব্যক্তিগত গদ্য) , একদা বেত্ৰবতীর তীরে (কাব্যগ্ৰন্থ) , প্ৰেমের গদ্যপদ্য (গল্প সংকলন) , জীবনের আশেপাশে (উপন্যাস) এবং শিশু-কিশোরদের জন্য গল্প সংকলন ‘ গাবুদার কীৰ্তি ’ ৷ এছাড়াও বিভিন্ন পত্ৰপত্ৰিকায় প্ৰকাশিত হয়েছে শিশু কিশোরদের উপযোগী অসংখ্য অগ্ৰন্থিত গল্প৷ রবীন্দ্ৰনাথের বিখ্যাত ছড়া , কবিতা ও একাধিক ছোটগল্প অবলম্বনে লিখেছেন ...